Kisan Credit Card: কিষান ক্রেডিট কার্ড সম্পর্কে এই তথ্য জেনে রাখা জরুরি

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Aug 07, 2021 | 1:39 PM

YONO রিভিউয়ের সুবিধাগুলি SBI-এর ওয়েবসাইট থেকে জানা যাবে। YONO অ্যাপের মাধ্যমে এবার থেকে কেসিসি রিভিউ করা যাবে।

Kisan Credit Card: কিষান ক্রেডিট কার্ড সম্পর্কে এই তথ্য জেনে রাখা জরুরি
ছবি- টুইটার

Follow Us

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে সব কৃষকদের এসবিআই কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট (Kisan Credit Card) আছে তারা কাছাকাছি ব্যাঙ্কের (Bank) শাখায় না গিয়েও অ্যাকাউন্ট রিভিউ করতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে এই কথা ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে অনলাইনেও অ্যাকাউন্ট রিভিউ করা যাবে।

YONO রিভিউয়ের সুবিধাগুলি SBI-এর ওয়েবসাইট থেকে জানা যাবে। YONO অ্যাপের মাধ্যমে এবার থেকে কেসিসি রিভিউ করা যাবে। এর জন্য কোনও কাগজপত্র লাগবে না। আপনার মোবাইলে YONO অ্যাপ ডাউনলোড করুন। YONO কৃষি বিভাগে গিয়ে সাইন ইন করতে হবে।

এসবিআই কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের নানা সুবিধা আছে। এই কার্ডের মেয়াদ ৫ বছর। এতে ভাল পরিমাণ সুদও পাওয়া যায়। ৭০ বছরের কম বয়সীদের জন্য দুর্ঘটনা বীমা করা যায়। প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনাতে নানা সুবিধা রয়েছে। এসবিআই কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে তিন লাখ টকা থাকলে ৭ শতাংশ সুদের হার পাওয়া যায়।

কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বহু কৃষক উপকৃত হয়েছেন। লকডাউনের কারণে বহু মানুষের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের পেশা। ক্ষতির মুখ দেখতে হয়েছে অনেকেকে। তবে ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। আরও পড়ুন: সুপ্রিম কোর্টে অ্যামাজনের দাবিকেই মান্যতা, কার হাতে লেখা হবে ফিউচারের ‘ভবিতব্য’?

Next Article