Best Bank FD Rates: SBI, ICICI না HDFC? কোন ব্যাঙ্কে FD খুললে বেশি রিটার্ন পাবেন? রইল হিসেব

Best Bank FD Rates: গত অর্থবর্ষে ক্রমাগত রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কগুলি তাদের স্থায়ী আমানতেও বাড়িয়েছে সুদের হার। এর ফলে বিনিয়োগকারীরা পাচ্ছেন আকর্ষণীয় হারে রিটার্নও। কোন ব্যাঙ্কে সেরা রিটার্ন মিলবে তা পরখ করে নিতে হবে বিনিয়োগকারীদের।

Best Bank FD Rates: SBI, ICICI না HDFC? কোন ব্যাঙ্কে FD খুললে বেশি রিটার্ন পাবেন? রইল হিসেব
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 9:00 AM

২০২২ সালের মে মাস থেকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) পরপর পাঁচবার রেপো রেট বৃদ্ধি করার পরই এফডি-তে সুদের হার বৃদ্ধিতে আরও গতি বেড়েছে। তবে সম্প্রতি এপ্রিলে এমপিসির বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গত ১১ মাসের ক্রমবর্ধমান হার থেকে ঋণগ্রহীতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। গত অর্থ বছরে মোট রেপো রেট বেড়েছে ২৫০ বেসিস পয়েন্ট (বিপিএস)। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পরে রেপো রেট দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ। আর ক্রমাগত রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কগুলি তাদের স্থায়ী আমানতেও বাড়িয়েছে সুদের হার। এর ফলে বিনিয়োগকারীরা পাচ্ছেন আকর্ষণীয় হারে রিটার্নও।

এই আবহে কোন ব্যাঙ্ক সর্বোত্তম সুদের হার অফার করছে তা বিনিয়োগের আগে পরখ করে নেওয়া দরকার একবার। এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্য়াক্সিস ব্যাঙ্ক ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের সুদের হারের মধ্যে তুলনামূলক আলোচনা করা হল।

ICICI ব্যাঙ্কের FD-তে সুদের হার:

ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (এফডি) ৩.০০% থেকে ৭.১০% এর মধ্যে সুদের হার দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের হার দেওয়া হয়ে থাকে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD করা যায়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫০% এবং ৭.৬০%। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এই হার কার্যকর হয়েছে।

HDFC ব্যাঙ্কের FD-তে সুদের হার:

এইচডিএফসি ব্যাঙ্কে আপনি ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে যে কোনও মেয়াদের জন্য স্থায়ী আমানত খুলতে পারেন। এই ব্যাঙ্কে আপনি বার্ষিক ৩% থেকে ৭.১% পর্যন্ত সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ৫ বছর মেয়াদের জন্য ০.৫০% বার্ষিক অতিরিক্ত সুদ পাবেন। অর্থাৎ, প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৫% থেকে ৭.৬%। ২১ ফেব্রুয়ারি থেকে এই হার কার্যকর হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্কের FD-তে সুদের হার:

অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণ মানুষকে বার্ষিক ৩.৫০-৭.২০% এবং প্রবীণ নাগরিকদের ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ৩.৫০-৭.৯৫% বার্ষিক সুদের হার অফার করে থাকে। ২১ এপ্রিল থেকে এই হার কার্যকর হয়েছে।

SBI ব্যাঙ্কের FD-তে সুদের হার:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য স্থায়ী আমানতের উপর আকর্ষণীয় সুদের হার অফার করে। এসবিআই এফডি-র সুদের হার সাধারণ মানুষের জন্য বার্ষিক ৩.০০% থেকে ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে সুদের হার ৩.৫০% থেকে ৭.৬০% পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি থেকে এই হার কার্যকর হয়েছে।