SBI YONO: অ্যাপের মাধ্যমেই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন NRI-রা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 01, 2023 | 5:30 PM

বিদেশে বসবাসকারীরা যাতে এসবিআই-এর পরিষেবা নিতে পারেন এবং এই ব্যাঙ্কে টাকা রাখতে পারেন, তাই অ্যাকাউন্ট খোলার সহজ সুযোগ করে দিচ্ছে। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে গতি পেয়েছে ডিজিটাল ইন্ডিয়া। এর অধীনে ব্যাঙ্কিং পরিষেবা, ডিজিটাল লেনদেন আরও সহজ হয়েছে।

SBI YONO: অ্যাপের মাধ্যমেই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন NRI-রা
YONO অ্যাপ

Follow Us

নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-এর বিভিন্ন কাজ এসবিআই ইয়োনো অ্যাপের মাধ্যমে করা যায়। এই অ্যাপের মাধ্যমে টাকার লেনদেন, বিভিন্ন লগ্নির পাশাপাশি ব্যাঙ্কিং কাজ পরিচালনা করা হয়। এই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ অনেক দিনই দিয়েছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কিন্তু কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই এ পরিষেবা পেতেন। কিন্তু এনআরআই অর্থাৎ বিদেশে বসবাসকারী ভারতীয়রা এত দিন এই অ্যাপের মাধ্যমে অন্যান্য কাজ পরিচালনা করতে পারলেও অ্যাকাউন্ট খুলতে পারতেন না। এনআরআই-দের জন্য এ বার সেই সুবিধা চালুর ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

বিদেশে বসবাসকারীরা যাতে এসবিআই-এর পরিষেবা নিতে পারেন এবং এই ব্যাঙ্কে টাকা রাখতে পারেন, তাই অ্যাকাউন্ট খোলার সহজ সুযোগ করে দিচ্ছে। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে গতি পেয়েছে ডিজিটাল ইন্ডিয়া। এর অধীনে ব্যাঙ্কিং পরিষেবা, ডিজিটাল লেনদেন আরও সহজ হয়েছে। বিদেশে বসবাসকারীরাও যাতে দেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ চালিয়ে যেতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বেশ কিছু শর্ত মেনে এই অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যে সমস্ত নথির প্রয়োজন পড়ে তা সবই অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে। যদিও খুব সহজেই যাতে এই কাজ করতে পারেন গ্রাহকরা তার ব্যবস্থাও নিজেদের অ্যাপে করেছে এসবিআই। এই পদক্ষেপ এনআরআই-দের মধ্যে স্টেট ব্যাঙ্কের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে আশা ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

Next Article