SBI WhatsApp Banking Services : SBI অ্যাকাউন্ট আছে? এভাবে WhatsApp করে জানুন ব্যালেন্স

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 21, 2022 | 1:59 PM

SBI New Rule : হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করল দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাঙ্ক SBI। এবার থেকে হোয়াটসঅ্যাপের এক মেসেডেই যাবেন ব্য়াঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স।

SBI WhatsApp Banking Services : SBI অ্যাকাউন্ট আছে? এভাবে WhatsApp করে জানুন ব্যালেন্স
ফাইল ছবি

Follow Us

বর্তমানে যোগাযোগের এক অনোন্য মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। শুধুমাত্র বন্ধু-বান্ধব বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগই নয় অফিসের কাজেও দিনে দিনে প্রাসঙ্গিক হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। এখন বিভিন্ন কর্পোরেট সংস্থার ক্ষেত্রেও বিজনেস অ্য়াকাউন্ট ও হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেরে ফেলা হয় কাজ। তবে শুধুমাত্র অফিস বা কর্পোরেট সংস্থাতেই আটকে নেই হোয়াটসঅ্যাপের ব্যবহারযোগ্যতা। বর্তমানে ই-কমার্স সংস্থাগুলি ও অন্যান্য বিভিন্ন সংস্থা হোয়াটসঅ্য়াপেই তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। টাকা লেন-দেনও একটা গুরুত্বপূর্ণ দিক হোয়াটসঅ্য়াপের। এবার এই ট্রেন্ড মেনে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে। ব্যাঙ্ক ব্যালেন্স চেকিং থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট- এসব পরিষেবাই পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে। ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘আপনার ব্যাঙ্ক এখন হোয়াটসঅ্যাপে। আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স জানুন এবং এক মিনিটেই মিনি স্টেটমেন্ট দেখুন।’

SBI-র হোয়াটসঅ্যাপ নম্বরটি হল +919022690226। এই নম্বরে মেসেজ করলেই যে বিষয়ে জানতে চান তা জানানো হবে ব্যাঙ্কের তরফে।

কীভাবে ব্যবহার করবেন SBI-র হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং?

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কের সুবিধা পেতে প্রথমেই রেজিস্টার করতে হবে নিজেকে। রেজিস্টার করার জন্য WAREG লিখে একটা স্পেস দিয়ে নিজের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। তারপর সেটি ৭২০৮৯৩৩১৪৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে। SBI অ্যাকাউন্টে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকেই মেসেজটি পাঠাতে হবে।

  1. রেজিস্টার করা হয়ে গেলে +919022690226 নম্বরে একটি ‘Hi’ লিখে পাঠান। এই মেসেজের একটি রিপ্লাই পাবেন।
  2. রিপ্লাই তিনটি অপশন দেওয়া হবে আপনাকে। অপশন তিনটি হল- ১. অ্যাকাউন্ট ব্যালেন্স, ২. মিনি স্টেটমেন্ট ৩. হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে ডিরেজিস্টার
  3. আপনার এর মধ্যে থেকে যে বিষয়ে জানার থাকবে সেই অপশনের নম্বরটি লিখে পাঠান।
  4. প্রসঙ্গত, আপনি ২৪x৭ সারাদিনই SBI-র এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারবেন।
Next Article