SBI New Rule: বন্ধ হচ্ছে সুবিধা, একাধিক নিয়ম বদল SBI-এর!

SBI Card: অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন SBI কার্ড হোল্ডাররা। SBI কার্ড জানিয়েছে নতুন নিয়মে তারা বেশ কিছু রিওয়ার্ড পয়েন্টের দেওয়ার সিস্টেম বন্ধ করে দিচ্ছে।

SBI New Rule: বন্ধ হচ্ছে সুবিধা, একাধিক নিয়ম বদল SBI-এর!

Aug 28, 2025 | 1:08 PM

আজকের ডিজিটাল জমানায় অনেকের কাছেই রয়েছে ক্রেডিট কার্ড। আর এবার সেই ক্রেডিট কার্ড নিয়েই একটা নতুন নিয়ম জারি করলে SBI কার্ড। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকেই তারা তাদের এই নিয়ম বদল করতে চলেছে। আর এর ফলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন SBI কার্ড হোল্ডাররা। SBI কার্ড জানিয়েছে নতুন নিয়মে তারা বেশ কিছু রিওয়ার্ড পয়েন্টের দেওয়ার সিস্টেম বন্ধ করে দিচ্ছে।

নতুন এই নিয়মের কারণে কোপে পড়তে চলেছেন লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড সিলেক্ট ও লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড প্রাইম যাঁদের কাছে রয়েছে, তাঁরা। কারণ এই সব কার্ডগুলোতে গেমিং প্ল্যাটফর্মের উপর করা কোনও লেনদেনেই আর রিওয়ার্ড পয়েন্টের সুবিধা দেবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখানেই থেমে থাকেনি এসবিআই কার্ড। তারা জানিয়েছে কোনও সরকারি পরিষেবার ক্ষেত্রে লেনদেন করা হলে, সেখানেও কোনও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। এমনকি মার্চেন্ট লেনদেনের জন্যও এই একই নিয়ম প্রযোজ্য।

ইতিমধ্যেই এসবিআই কার্ড হোল্ডারদের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এর আগে জুলাই ও অগস্ট মাসেও বেশ কিছু নিতুন নিয়ম চালু হয়েছে। এই কার্ড হোল্ডারদের বিমান দুর্ঘটনার উপর যে কভার তা বন্ধ করিয়ে দিয়েছে। এসবিআই এলিট, এসবিআই প্রাইম কার্ড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন না।