SBI Online Transaction: বন্ধ হচ্ছে State Bank Of India-এর এই সুবিধা, এবার চাপ পড়তে পারেন আপনিই!

State Bank Of India Online Transaction, mCash: OnlineSBI ও YONO Lite প্ল্যাটফর্মে mCASH পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের ১ তারিখ থেকে মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে টাকা পাঠানো বা ক্লেম করা যাবে না।

SBI Online Transaction: বন্ধ হচ্ছে State Bank Of India-এর এই সুবিধা, এবার চাপ পড়তে পারেন আপনিই!
বন্ধ হবে এই পরিষেবা!Image Credit source: Getty Images

Nov 17, 2025 | 11:24 AM

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর থেকে স্টেট ব্যাঙ্কের একটি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর এতেই চাপে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। জানা গিয়েছে, OnlineSBI ও YONO Lite প্ল্যাটফর্মে mCASH পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের ১ তারিখ থেকে মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে টাকা পাঠানো বা ক্লেম করা যাবে না।

গ্রাহকদের জন্য বড় ধাক্কা?

যে সমস্ত গ্রাহক এতদিন ‘বেনিফিশিয়ারি’ রেজিস্ট্রেশন না করেই সহজে এই এম ক্যাশ ব্যবহার করতেন, তাঁদের এবার অন্য কোনও ভাবে টাকা পাঠানোর বিষয়টি চিন্তা করতে হবে। স্টেট ব্যাঙ্ক তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পরিষেবা বন্ধ হলেও ডিজিটাল লেনদেনের জন্য গ্রাহকদের এখন থেকে আরও আধুনিক ও সুরক্ষিত বিকল্পগুলির দিকে ঝুঁকতে হবে।

বদলে কী ব্যবহার করবেন?

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, এম ক্যাশ বন্ধ হলেও অন্যান্য একাধিক ভাবেই টাকা পাঠানো যাবে। এর মধ্যে ইউপিআই, এমপিএস, এনইএফটি ও আরটিজিএসের মাধ্যমেই এখন টাকা পাঠানো যেতে পারে।

কেন এই পরিবর্তন?

মূলত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মতো দ্রুত ও জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির উত্থানের ফলেই পুরনো, নিজস্ব পরিষেবাগুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। স্টেট ব্যাঙ্ক চায় গ্রাহকরা যেন সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা পান, আর সেই কারণেই এম ক্যাশ পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আপনার জন্য করণীয় কী?

যদি আপনি নিয়মিত এম ক্যাশ ব্যবহার করে থাকেন, তবে অবিলম্বে আপনাকে ইউপিআই ভিত্তিক লেনদেনে অভ্যস্ত হতে হবে।

  • স্টেট ব্যাঙ্কের BHIM SBI Pay অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি। এ ছাড়াও আরও একাধিক ইউপিআই অ্যাপ রয়েছে, সেই অ্যাপও আপনি ব্যবহার করতে পারেন।
  • স্টেট ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ ছাড়াও অনলাইন এসবিআই বা ইয়োনো অ্যাপ ব্যবহার করে যাঁকে টাকা পাঠাবেন তাঁর আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেও তাঁরকে টাকা পাঠাতে পারবেন।
  • ইউপিআই হোক বা এনইএফটি, এই দুই ধরনের ডিজিটাল লেনদেন এম ক্যাশের তুলনায় অনেক বেশি দ্রুত ও সুরক্ষিত।

ব্যাঙ্কের সূত্র অনুযায়ী, এই পরিষেবা বন্ধের মূল উদ্দেশ্য হল গ্রাহকদের একটি সর্বজনীন এবং শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের দিকে ঠেলে দেওয়া। এমও ক্যাশ এই ক্ষেত্রে ছিল একটি প্রাথমিক স্তর। কিন্তু বর্তমানে ইউপিআই গ্রাহকদের জন্য যে গতি ও সুবিধা নিয়ে এসেছে, তার সামনে পুরনো পদ্ধতির আর কোনও স্থান নেই।

আগামী দিনে হয়তো আরও বেশ কিছু নিজস্ব ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাবে। এটি বাজারের চাহিদা এবং জাতীয় স্তরে তৈরি হওয়া ইউপিআই প্ল্যাটফর্মগুলোর উপর সম্পূর্ণ নির্ভরতার ইঙ্গিত দিচ্ছে। ফলে, এবার আপনার ডিজিটাল ওয়ালেট এবার পুরোপুরি তৈরি করতে হবে ইউপিআইয়ের জন্যই।