ATM-এ যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে মানুষ, UPI-এর মাধ্যমে কত টাকার লেনদেন হচ্ছে জানেন?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 25, 2023 | 7:52 AM

SBI report on UPI payment: এটিএম-এ যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে মানুষ। এসবিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর পরিবর্তে ডিজিটাল পেমেন্ট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে প্লাবন দেখা দিয়েছে।

ATM-এ যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে মানুষ, UPI-এর মাধ্যমে কত টাকার লেনদেন হচ্ছে জানেন?
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ২০১৬ সালে যখন দেশে নোট বাতিল করা হয়েছিল, তখন এটিএম-এর বাইরে লম্বা লাইন পড়ত। তবে সেই সময়ই, দেশ UPI-এর মতো ডিজিটাল পেমেন্টের উপায় পেয়েছিল সাধারণ মানুষ। আজ ৮ বছর পর এই UPI-এর দাপটে এটিএমগুলির দরজাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ২০১৬-র নোট বাতিলের পর থেকে ভারতে ডিজিটাল পেমেন্টের বিষয়ে মানুষের আগ্রহ ক্রমেই বেড়েছে। এই বিষয়ে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই (SBI)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ বছরে এটিএম ব্যবহারের সংখ্যা দ্রুত হারে কমেছে। একই সময়ে, ইউপিআই পেমেন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে বলা যেতে পারে প্লাবন দেখা দিয়েছে।

এটিএম-এ যাওয়া ৫০ শতাংশ কমে গিয়েছে

এসবিআই-এর অর্থনৈতিক গবেষণা রিপোর্ট ‘SBI Ecowrap’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, ২০১৬-র এপ্রিলে কোনও ভারতীয় বছরে গড়ে ১৬ বার এটিএম-এ যেতেন। ২০২৩-এর এপ্রিলে এই সংখ্যাটি নেমে এসেছে মাত্র ৮ বারে। একই সময়ে দেশে UPI-এর মাধ্যমে অর্থ প্রদানের সংখ্যা অত্যন্ত দ্রুত বেড়েছে। এই পরিসংখ্যান জানলে আপনার চোখ কপালে উঠতে পারে। খোলা হয়ে যাবে।

ইউপিআই লেনদেনে প্লাবন

২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে, UPI লেনদেনের ক্ষেত্রে ভারতে রীতিমতো প্লাবন দেখা দিয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষে UPI-এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ছিল মাত্র ১.৮ কোটি। আজ তা বেড়ে ৮,৩৭৫ কোটি হয়েছে। এখন দেশের মোট ডিজিটাল লেনদেনের ৭৩ শতাংশই হয় UPI-এর মাধ্যমে। শুধু তাই নয়, ২০১৬-১৭-তে UPI-এর মাধ্যমে মাত্র ৬,৯৪৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ এর অঙ্ক ১৩৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। UPI-এর মাধ্যমে লেনদেনের পরিমাণ ২০০৪ গুণ বেড়েছে।

Next Article