Indian Equity Market: হাজার হাজার কোটির প্রফিট এই সব কোম্পানির, আজ বিনিয়োগ করলে আপনিও লাভ করতে পারেন!

Indian Share Market: সদ্য শেষ হওয়া অর্থবর্ষে দারুণ লাভ করেছে বেশ কিছু সংস্থা। আশা করা হচ্ছে এই সংস্থাগুলো আগামীতে আরও ফুলেফেঁপে উঠতে পারে।

Indian Equity Market: হাজার হাজার কোটির প্রফিট এই সব কোম্পানির, আজ বিনিয়োগ করলে আপনিও লাভ করতে পারেন!
Image Credit source: Getty Images

Jun 15, 2025 | 6:10 PM

যে কোনও ব্যবসায় টিকে থাকতে গেলে যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হল ব্যবসা থেকে লাভ করা। তবে, সদ্য শেষ হওয়া অর্থবর্ষে দারুণ লাভ করেছে বেশ কিছু সংস্থা। আশা করা হচ্ছে এই সংস্থাগুলো আগামীতে আরও ফুলেফেঁপে উঠতে পারে।

২০২৪-২৫ আর্থিক বছরে সবচেয়ে বেশি লাভ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক প্রায় ৭৭ হাজার ৫৬১ কোটি টাকা লাভ করেছে। গত ৫ বছরে স্টেট ব্যাঙ্কের প্রফিট বেড়েছে ৩১ শতাংশ হারে।

স্টেট ব্যাঙ্কের ঠিক পরই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৭০ হাজার ৭৯২ কোটি টাকার প্রফিট করেছে এই ব্যাংক। ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সংস্থার প্রফিট বেড়েছে গড়ে প্রায় ২১ শতাংশের কাছকাছি। এর এইচডিএফসি ব্যাঙ্কের ঠিক পরেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ৬৯ হাজার ৬৪৮ কোটির প্রফিট বুক করেছে মুকেশ অম্বানির সংস্থা।

চতুর্থস্থানে রয়েছে আরও এক বেসরকারি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক শেষ অর্থ বছরে প্রফিট করেছে ৫১ হাজার ২৯ কোটি টাকা। প্রথমবারের জন্য তারা ৫০ হাজার কোটির গণ্ডি পেরিয়েছে এই বছর। টেক্কা দিয়েছে টিসিএসকেও। পঞ্চমস্থানে ৪৮ হাজার ৫৫৩ কোটি টাকা প্রফিট করেছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস।

যে সব সংস্থা এমন হাজার হাজার কোটির প্রফিট করেছে, সেই প্রভাব দেখা যাচ্ছে সংস্থার শেয়ারের দামেও। আর আগামীতে এই সংস্থাগুলো যা বাড়তে থাকবে, তা মনে করছেন বিশেষজ্ঞরাই।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।