SBI UPI service: SBI আনছে নতুন পরিষেবায় আনছে, গ্রাহক না হলেও পাবেন সুবিধা

SBI UPI service: তবে ইয়োনো অ্যাপের মাধ্য়মের ওই পরিষেবা পাওয়ার জন্য এসবিআই-এর গ্রাহক হওয়ার কোনও প্রয়োজন নেই।

SBI UPI service: SBI আনছে নতুন পরিষেবায় আনছে, গ্রাহক না হলেও পাবেন সুবিধা
ফাইল চিত্র

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 16, 2023 | 6:25 AM

নয়া দিল্লি: পেটিএম (Paytm), ফোনপে (PhonePe) বা জিপে (Google Pay)-র সঙ্গে পাল্লা দিতে এবার বাজারে হাজির দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্ক এসবিআই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র কোটি কোটি গ্রাহক। তাঁরা প্রতিনিয়ত লেনদেন করেন অনলাইনে। এবার সেই ব্যাঙ্কে আনতে চলেছে নয়া পরিষেবা। ব্যাঙ্কের ডিজিটাল প্লাটফর্ম ইয়োনো (YONO) থেকেই মিলবে সেই পরিষেবা, যার মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক কি এবার দেশের সবথেকে বড় ডিজিটাল ব্যাঙ্কিং প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তবে ইয়োনো অ্যাপের মাধ্য়মের ওই পরিষেবা পাওয়ার জন্য এসবিআই-এর গ্রাহক হওয়ার কোনও প্রয়োজন নেই। যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক হলেই চলবে। শুধু ওই অ্যাপের ইউপিআই পেমেন্টের জন্য নাম, ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

অন্যান্য অ্যাপের মতোই ইয়োনো অ্যাপেও বেশ কিছু সুবিধা আছে, যেমন- কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়, ফোনে থাকা যে কোনও নম্বরে পেমেন্ট করা যায়।

চলতি মাসের শুরুতেই ইয়োনো অ্যাপে কিছু বদল এসেছে। গুগল পে স্টোর বা আইফোনে অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ। এরপর রেজিস্টার নাউ অপশনে ক্লিক করতে হবে। পরের পেজ খুললে অনেক অপশন আসবে। ইউপিআই পেমেন্ট অপশন বেছে নিতে হবে আপনাকে। এরপর আপনার যে নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেটা দিতে হবে।

এরপর আপনার ফোনে যাবে একটি এসএমএস। নম্বর ভেরিফাই হয়ে যাওয়ার পর ইউপিআই আইডি তৈরি করতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই আইডি যুক্ত করতে হবে। এরপর স্বাভাবিক নিয়মে পেমেন্ট করা যাবে।