প্রতারণা করেছেন অম্বানী! RBI-র কাছে নালিশ করবে SBI

Anil Ambani-SBI: জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ৩১ হাজার ৫৮০ কোটি নিয়েছিল অনিল অম্বানীর সংস্থা। সেই লোনের চুক্তি ভঙ্গ করে কোম্পানি।

প্রতারণা করেছেন অম্বানী! RBI-র কাছে নালিশ করবে SBI
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Jul 02, 2025 | 5:47 PM

নয়া দিল্লি: অম্বানী পরিবারে খারাপ খবর। অনিল অম্বানীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ বলে রিপোর্ট করা হবে।

জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টর অনিল অম্বানীর নামে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় রিপোর্ট করবে। এটি ২০১৫ সালের একটি মামলা। চলতি বছরের গত ২৩ জুন এসবিআইয়ের তরফে এই নিয়ে নোটিস পাঠানো হয়। সেই রিপোর্টেই উল্লে করা হয়েছে যে কোম্পানির লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ হিসাবে রিপোর্ট করা হবে। অনিল অম্বানীর নামেও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে অভিযোগ জানানো হবে।

কেন প্রতারণার অভিযোগ উঠল অম্বানীর বিরুদ্ধে?

জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ৩১ হাজার ৫৮০ কোটি নিয়েছিল অনিল অম্বানীর সংস্থা। সেই লোনের চুক্তি ভঙ্গ করে কোম্পানি। কী কারণে লোনের শর্ত ভেঙেছিল সংস্থা, তার ব্যাখাও দিতে পারেনি। এরপরই প্রতারণার অভিযোগ আনা হয়। শুধু ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের অ্যাপ্রুভালের অপেক্ষা এখন।

অনিল অম্বানী ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি।