অনেকেই মনে করেন বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় সরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)-এর সুদের হার কম। তবে এ ধারণা এবার বদলানোর সময় এসেছে। দ্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক বিশেষ ইনভেস্টমেন্ট স্কিম এনেছে প্রবীণ নাগরিকদের জন্য। নাম দেওয়া হয়েছে ‘We Care’ (SBI WeCare Special FD)। বেশ লাভজনক সুবিধা পেতে পারেন এই স্কিমের উপভোক্তারা।
করোনার সময় এসবিআই তাদের প্রবীণ উপভোক্তাদের জন্য এক বিশেষ রক্ষাকবচ হিসাবে ‘We Care FD’কে নিয়ে এসেছিল। ২০২০ সালে এই স্কিম আসে বাজারে। এরপর ধাপে ধাপে এই নিয়ে তিনবার মেয়াদ বাড়ানো হল। সুদের হারের সঙ্গে সঙ্গে রিটার্নও যথেষ্ট ভাল দেওয়া হয় এই স্কিমে। আপাতত ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ এফডি স্কিমের মেয়াদ বাড়ানো হয়েছে।
এসবিআইয়ের ওয়েবসাইট বলছে, প্রবীন নাগরিকদের জন্য এই বিশেষ এফডি স্কিমে অতিরিক্ত ০.৫০ শতাংশ ইন্টারেস্ট পাবেন প্রবীণ নাগরিকরা। ৫-১০ বছর পর্যন্ত মেয়াদের এই স্কিমে ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। এই এফডির বুকিংয়ের জন্য নেট ব্যাঙ্কিং, yono অ্যাপ ব্যবহার করতে পারেন। অথবা ব্যাঙ্কের শাখায় গিয়েও যোগাযোগ করতে পারেন। এই এফডির সুদ মাসিক, বার্ষিক, ষাণ্মাসিক কিংবা তিন মাস হিসাবে পাওয়া যায়। তবে টিডিএস কেটে দেওয়া হয়। এই এফডি স্কিমে ১০ বছরে দ্বিগুণ টাকা অবধি পাওয়া যেতে পারে।