Share Market News: একেবারে ৪ হাজার ৮০০ কোটি টাকা! শেয়ার বাজারে বড় জালিয়াতি ধরল SEBI

SEBI Bans US Based Trading Farm: ওরা প্রথমে হুহু করে ব্যাঙ্ক নিফটির কোনও একটি শেয়ারকে কিনত। যার জেরে সেই শেয়ারের দাম ছুঁয়ে যেত আকাশ। যা দেখে এগিয়ে আসতেন অন্য বিনিয়োগকারীরাও। তারপরই চলত বিক্রি।'

Share Market News: একেবারে ৪ হাজার ৮০০ কোটি টাকা! শেয়ার বাজারে বড় জালিয়াতি ধরল SEBI
Image Credit source: Tv9 Bangla

|

Jul 06, 2025 | 8:09 PM

নয়াদিল্লি: শেষবার প্রায় এই একই পরিমাণের জালিয়াতির দায়ে ফেঁসে গিয়েছিলেন হর্ষদ মেহতা। তারপর কেটে গিয়েছে বহু বছর। দশক পেরিয়ে শেয়ার বাজারের আকাশে জড়ো হল সেই পুরনো জালিয়াতির মেঘ। হাতেনাতে ধরল শেয়ার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

বৃহস্পতিবার জেন স্ট্রিট নামে আমেরিকার একটি বিনিয়োগ ফার্মকে ভারতীয় শেয়ার বাজার থেকে একেবারের জন্য় নিষিদ্ধ করে দিল দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেবি। তাদের বিরুদ্ধে ৪ হাজার ৮০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ তুলেছে সেবি।

এদিন সেবির এক কর্তা জানিয়েছেন, ‘এই মার্কিন সংস্থার বিরুদ্ধে অবৈধ ভাবে শেয়ারের দর নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। ওরা প্রথমে হুহু করে ব্যাঙ্ক নিফটির কোনও একটি শেয়ারকে কিনত। যার জেরে সেই শেয়ারের দাম ছুঁয়ে যেত আকাশ। যা দেখে এগিয়ে আসতেন অন্য বিনিয়োগকারীরাও। তারপরই চলত বিক্রি।’

সেবি তাদের অর্ডার কপিতে জানিয়েছে, জেন স্ট্রিট কেনা-বেচার মধ্যে দিয়ে গোটা বাজারকে নিয়ন্ত্রণ করত। যা ধরা পড়ে যায় শীঘ্রই। একই দিনে বাজারের ক্রমাগত উত্থান-পতন দেখেই সন্দেহ হয় সেবি কর্তৃপক্ষর। তারপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা। জেন স্ট্রিটের এই দর বাড়ানো-কমানোর কারণে ছোট বিনিয়োগকারীরা বিপদের মুখে পড়লেও, বেশ কিছু শেল কোম্পানি বা ছায়া সংস্থার ব্যবহার করে দিন শেষে লাভবান হয়েছে মার্কিন সংস্থা। আয় করেছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

সাম্প্রতিককালে এই জেন স্ট্রিট কিন্তু ছিল IIT পড়ুয়াদের পছন্দের জায়গা। গতবছর ডিসেম্বর মাসে IIT মাদ্রাজে গিয়ে সেই সিজনের সর্বোচ্চ প্যাকেজের চাকরি প্রদান করেছিল এই জেন স্ট্রিট। IIT-এর পড়ুয়াকে প্রায় ৪ কোটি টাকা বার্ষিক প্যাকেজে চাকরি দিয়েছিল তারা।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।