নয়া দিল্লি: ফের হিন্ডেনবার্গ রিসার্চের দাবি ঘিরে শোরগোল। আদানির অর্থ তছরুপ নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন শর্ট সেলার সংস্থা। হিন্ডেনবার্গের রিপোর্টের পরই শেয়ার বাজারে ধস নেমেছে। এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিল মার্কেট নিয়ামক সংস্থা সেবি (SEBI)। বিনিয়োগকারীদের শান্ত থাকতে পরামর্শ দিল সেবি। হিন্ডেনবার্গের রিপোর্ট দেখে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সেবির তরফে জানানো হয়েছে, হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সেবি। মার্চ মাসেই ২৪টির মধ্যে ২৩টি অভিযোগের তদন্ত শেষ হয়েছে। একটি মাত্র মামলার এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেবি এই বিষয়ে কোনও মন্তব্য করবে না।
SEBI releases a statement on Hindenburg Research’s report; advises investors to remain calm and exercise due diligence before reacting to such reports.#SEBI | #HindenburgReport pic.twitter.com/pNL7yoCfPd
— All India Radio News (@airnewsalerts) August 12, 2024
সেবির বিবৃতিতে জানানো হয়েছে, চেয়ারপার্সন মাধবী বুচও নির্দিষ্ট সময় অন্তর এই তদন্তের বিষয়ে তথ্য সামনে এনেছেন।
প্রসঙ্গত, আদানি গোষ্ঠীও হিন্ডেনবার্গ রিসার্চের এই দাবিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)