
বিশ্বের সেমিকন্ডাক্টর মানচিত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষা এবার এক নতুন মাত্রা পেল। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ প্রথমবার অংশ নিল ডাচ সংস্থা ASML। চিপ তৈরির সবচেয়ে জটিল বষয় হল চিপ তৈরির যন্ত্র। আর সেই যন্ত্র নির্মাণ করে এই ASML। আর এই সংস্থার যদি ভারতে প্রবেশ করে, তাহলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এখনই ভারতে কারখানা বা গবেষণা কেন্দ্র খোলার পরিকল্পনা নেই তাদের। সংস্থার সিইও ক্রিস্টোফ ফুকে জানিয়েছেন, আপাতত ভারতের বাজার ও ইকোসিস্টেম বুঝতে চাইছেন তাঁরা। ফলে, ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনই এখন তাঁদের মূল লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যে ভারতের সেমিকন্ডাক্টর বাজার ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। স্মার্টফোন, অটোমোবাইল এবং 5G প্রযুক্তির চাহিদা এই বৃদ্ধিকে চালিত করছে। ভারত সরকার আপাতত ২৮ ন্যানোমিটার বা তার চেয়ে বড় চিপ উৎপাদনে জোর দিচ্ছে। এই ধরনের চিপ বিশ্বের প্রায় ৬০ শতাংশ চাহিদা পূরণ করে।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ASML মনে করে, এর সরাসরি প্রভাব তাদের সংস্থার উপর সীমিত হবে।
দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ASML তাদের প্রযুক্তি প্রদর্শন করেছে। যদিও এখনই হয়তো ভারতে কোনও বিনিয়োগ করতে চাইছে না তারা। যদিও সংস্থার সিইও ক্রিস্টোফ ফুকে ভারতকে ‘বিরাট সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেছেন। এখনই বিনিয়োগ না এলেও, ASML-এর এই প্রথম পদক্ষেপ ভারতের প্রযুক্তিগত ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সংকেত।