
নয়াদিল্লি: একটা চাপা উত্তেজনা ছিল। সকাল সকাল দালাল স্ট্রিট খুলতেই, তা কোন দিকে যাবে, সেই নিয়ে একটা সন্দেহের অবকাশও তৈরি হয়েছিল। তবে বেলা গড়াতেই ঘুরে গেল পরিস্থিতি। সকাল ১১টা ০৮ পর্যন্ত হিসাব বলছে, এক লাফে ৬৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। ০.৮৪ শতাংশ বেড়ে আজ ৮২ হাজার ১৩৮ পয়েন্টে এসে ঠেকেছে এই সূচক।
সেনসেক্স বাড়ছে, নিফটি ৫০ কি পিছিয়ে থাকবে? মোটেই নয়। বাজার খোলার কয়েক ঘণ্টা পর্যন্ত একটু পড়ে এক লাফে নিফটি ছুঁয়ে ফেলেছে ২৩০ পয়েন্টের গন্ডি। ০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ৯৭৯ পয়েন্টে এসে ঠেকেছে এই সূচক।
কিন্তু দালাল স্ট্রিটে হঠাৎ এই ‘বন্যার’ কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের হাত ধরেই শুক্রবার শেয়ার বাজারে এসেছে টাকার বন্যা। এদিন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তিন দিনের মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর জানিয়েছে, তৃতীয় বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট কমাতে চলেছে।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের কর্তা সঞ্জয় মলহোত্রা জানান, এবার রেপো রেট মোট ৫০ পয়েন্ট অবধি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্কের মনিটরি কমিটি। যার জেরে বর্তমানে রেপো রেট ৬ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৫.৫ শতাংশে। এই রেপো রেট সরাসরি প্রভাব ফেলে দেশের ঋণ ব্যবস্থায়। রেপো রেট কমা মানে কমবে ঋণে দেওয়া সুদের পরিমাণ।
সুতরাং, শুক্রের সকালের এই সিদ্ধান্ত শেয়ার বাজারে যে প্রভাব ফেলবেই এই নিয়ে কোনও দ্বিধা নেই।