
নয়াদিল্লি: হাতে আর মোটে একটা ঘণ্টাও নেই। তারপরেই সংসদে নিজের মন্ত্রীত্ব জীবনের অষ্টম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শ্লথ গতিতে চলতে থাকা ভারতীয় অর্থনীতি আপাতত তাঁর হাতেই। আজ তাঁর মুখ নিঃসৃত প্রতিটি বাক্য নির্ধারণ করবে দেশের আগামী দিনগুলি।
আজ শেয়ার বাজারে উত্থান-পতন দাঁড়িয়ে থাকবে অর্থমন্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের উপর। বাজেট পেশের পর শেয়ার বাজার কোন পথে এগোবে তা ভবিষ্যৎ বলবে, কিন্তু বাজেটের আগে আপাতত বেশ উর্দ্ধগতিতেই ছুটছে সেনসেক্স ও নিফটি।
এদিন শেয়ার বাজারের প্রথম ঘণ্টা বাজতেই বাড়তে শুরু করে পয়েন্ট। বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটতে শুরু করে শেয়ার বাজার, বলছেন বিশেষজ্ঞরা। এদিন সকাল ১০টা পর্যন্ত এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫৬০এ দাঁড়িয়েছে নিফটি ৫০। একই গতিতে ছুটে সেনসেক্সের গ্রাফও। সকাল ১০টা পর্যন্ত প্রায় হাজার পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৭ হাজার ৬৮৪এ।
আর্থিক সমীক্ষার রিপোর্টে শেয়ার বাজার
গতকাল সংসদে দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট জমা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত, গত বছর দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি কেমন ছিল ও আগামী দিনে কেমন হতে চলেছে, সেই তথ্য প্রকাশ পায় এই রিপোর্টে।
অর্থমন্ত্রীর রিপোর্টে বিশেষ জায়গা তৈরি করে ফেলেছে শেয়ার বাজারও। সমীক্ষা অনুযায়ী, গত একবছরে বিপুল ভাবে শেয়ারের দরে সঠিকীকরণ প্রক্রিয়া চালিয়েছে শেয়ার বাজার। সহজ ভাষায়, রিপোর্টের দাবি, করোনা-পরবর্তী সময়ে যে সব নতুন বিনিয়োগকারীরা শেয়ার বাজারে প্রবেশ করেছেন, তারা বিপুল ভাবে মার্কেট কারেকশনের শিকার।
রিপোর্টে আরও বলা হয়েছে, অক্টোবর থেকে মার্কেট কারেকশন চললেও, তার আগে পর্যন্ত নতুন বিনিয়োগকারীদের একেবারে ভরিয়ে দিয়েছে শেয়ার বাজার।