AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেকর্ড উচ্চতায় খুলেছিল বাজার, SEBI-র একটা ঘোষণাতেই দালাল স্ট্রিটে হাহাকার, নিমেষে উধাও কোটি কোটি টাকা

Share Market: সকাল সাড়ে ১০ টা নাগাদ বিএসই সেনসেক্সের সূচকে ৩৮.৩৪ পয়েন্ট পতন হয়ে তা ৭৯৪৩৭.৮৫ অঙ্কে পৌঁছয়। নিফটি৫০-ও ৮.৭০ সূচক পতন হয়ে ২৪১৩৩.২৫ অঙ্কে পৌঁছয়।

রেকর্ড উচ্চতায় খুলেছিল বাজার, SEBI-র একটা ঘোষণাতেই দালাল স্ট্রিটে হাহাকার, নিমেষে উধাও কোটি কোটি টাকা
শেয়ার মার্কেট।Image Credit: Pixabay
| Updated on: Jul 02, 2024 | 12:42 PM
Share

মুম্বই: চলতি মাসেই বাজেট। জনগণ মুখিয়ে রয়েছে এই বাজেটের দিকে যে কী ঘোষণা করে সরকার। প্রাক- বাজেট আবহেই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার মার্কেটও। রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সেনসেক্স-নিফটি। কিন্তু কিছুক্ষণ পার করতে না করতেই ফের পতন শেয়ার বাজারে।

মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছয়। ৭৯৮৫৫.৮৭ অঙ্কে পৌঁছেছিল সেনসেক্স। নিফটি৫০-র সূচকও বেড়ে ২৪২৩৬.৩৫ অঙ্কে পৌঁছেছিল। কিন্তু সেবি ব্রোকারদের উপরে চার্জ বসানোর ঘোষণা করতেই ব্রোকারেজ স্টকগুলির পতন হতে থাকে। এরপরই সেনসেক্স, নিফটির সূচকেও পতন হয়।

সকাল সাড়ে ১০ টা নাগাদ বিএসই সেনসেক্সের সূচকে ৩৮.৩৪ পয়েন্ট পতন হয়ে তা ৭৯৪৩৭.৮৫ অঙ্কে পৌঁছয়। নিফটি৫০-ও ৮.৭০ সূচক পতন হয়ে ২৪১৩৩.২৫ অঙ্কে পৌঁছয়।

এ দিন শেয়ার বাজারে লেনদেনের শুরুতে নিফটি৫০-তে সবথেকে বেশি লাভ করে ইনফোসিস, কোল ইন্ডিয়া , এলটিআইএম, উইপ্রো, ওএনজিসি। সেনসেক্সের উত্থানে লাভবান হয় এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক।

অন্যদিকে, ক্ষতির মুখে পড়ে এইচডিএফসি লাইফ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, শ্রীরাম ফিন্যান্স, বাজাজ ফিন্যাস ও এসবিআই লাইফ।