AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Today: বাড়ল সাড়ে ৬ হাজার পয়েন্ট! কোন জাদুবলে সবুজ হল আপনার পোর্টফোলিও?

Share Market Today: গত ৭ই এপ্রিল এক ধাক্কায় মিশে গিয়েছিল দালাল স্ট্রিট। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা চাঙ্গা। সেনসেক্স বেড়েছে সাড়ে ৬ হাজার পয়েন্ট। নিফটি ৫০ বেড়েছে দু'হাজার পয়েন্ট।

Share Market Today: বাড়ল সাড়ে ৬ হাজার পয়েন্ট! কোন জাদুবলে সবুজ হল আপনার পোর্টফোলিও?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 21, 2025 | 1:37 PM
Share

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই গতি ধরেছে শেয়ার বাজার। সোমবার দুপুর ১টা পর্যন্ত হাজার পয়েন্টের অধিক বেড়ে সেনসেক্স ছুঁয়েছে ৭৯ হাজার ৬১১ পয়েন্টের গন্ডি। একই ভাবে নিফটি ৫০ ৩২৮ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ২৪ হাজার ১৮২ পয়েন্টে। গত সপ্তাহ থেকে নতুন উদ্যমে ‘ট্র্যাকে’ ফেরার চেষ্টা করছে দালাল স্ট্রিট। সেই সূত্র ধরেই আবার একটু একটু করে ফিরে পাচ্ছে বিনিয়োগকারীদের আস্থাও।

গত ৭ই এপ্রিল এক ধাক্কায় মিশে গিয়েছিল দালাল স্ট্রিট। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা চাঙ্গা। সেনসেক্স বেড়েছে সাড়ে ৬ হাজার পয়েন্ট। নিফটি ৫০ বেড়েছে দু’হাজার পয়েন্ট।

কিন্তু কোন জাদুবলে ‘ছুটছে’ শেয়ার বাজার?

বিশেষজ্ঞরা বলছেন, আজকের ‘সবুজে ঝড়ের’ অন্যতম কারণ ব্যাঙ্কিং সেক্টর। সেখানে HDFC ও ICIC Bank-এর দৌলতে আকাশ ছুঁয়েছে নিফটি ৫০। একই ভাবে সেনসেক্স ভুক্ত ইন্ডাসইন্ড ব্যাঙ্ক প্রায় ৬ শতাংশ বেড়ে জুগিয়েছে বাড়তি অক্সিজেন। ৩.৯৮ শতাংশ বেড়েছে Tech Mahindra। Axis Bank বেড়েছে ৩.৫৪ শতাংশ। Bajaj Finserv উঠেছে ৩.২৩ শতাংশ।

ফিরছেন বিদেশি বিনিয়োগকারীরা

মাস কতক আগেই ভিনদেশি প্রভাবে শেয়ার বাজার পরিণত হয়েছিল খরার বাজারে। ট্রাম্পের পরপর হুঁশিয়ারি তাতেই ভারতের বিনিয়োগ মাধ্যম থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞদের দাবি, তারা আবার ফিরতেই নতুন করে চাঙ্গা হয়েছে দালাল স্ট্রিট। গত তিনদিনে শেয়ার বাজারে নতুন করে বিনিয়োগ হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা।