Share Market Today: নববর্ষে বাঙালির মন কি খুশ করল শেয়ার বাজার? কতটা বাড়ল সেনসেক্স?
Share Market Today: এদিন সেনসেক্সের সঙ্গে লাফ মারতে দেখা গিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিকেও। এক ঝটকায় HDFC-এর শেয়ার বাড়ল ৩.৬২ শতাংশ। ICICI-এর শেয়ারের দর বাড়ল ২.৬৫ শতাংশ।

কলকাতা: একে মঙ্গলবার, তার মধ্য়ে আবার নববর্ষ। দুই সুতোয় বাজার এদিন হয়েছে মঙ্গলময়। এক লাফে সেনসেক্স উঠেছে দেড় হাজার পয়েন্ট। অন্যদিকে নিফটি ৫০ উঠেছে সাড়ের চারশো পয়েন্ট। ট্রাম্পের শুল্ক থেকে সাময়িক ‘মুক্তি’ পেতেই নতুন করে ফুলে ফেঁপে উঠছে বাজার। পাশাপাশি, এবার অটো সেক্টরের শুল্কেও ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তারপরেই আজ নতুন করে গতি পেয়েছে শেয়ার বাজার।
মঙ্গলবার বেলা ১০টা পর্যন্ত সেনসেক্স ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এসে ঠেকেছে ৭৬ হাজার ৭৫৭ পয়েন্টে। অন্যদিকে, এই একই সময়কালে নিফটি ৫০ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এসে ঠেকেছে ২৩ হাজার ৩১২ পয়েন্টে।
কোন সেক্টর ফুলল?
এদিন সেনসেক্সের সঙ্গে লাফ মারতে দেখা গিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিকেও। এক ঝটকায় HDFC-এর শেয়ার বাড়ল ৩.৬২ শতাংশ। ICICI-এর শেয়ারের দর বাড়ল ২.৬৫ শতাংশ। ইঞ্জিনিয়ারিং সংস্থা এল অ্যান্ড টি-র দাম বেড়েছে ৩.৯৭ শতাংশ।
টাটা মোটরসের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশের অধিক। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দর বেড়েছে ৩.৭৪ শতাংশ।
মন খারাপ যাদের?
বাজার খুলতেই অনেকগুলো স্টক ফুলে ফেঁপে উঠলেও, মঙ্গলেও কিন্তু ‘মন খারাপ’ বেশ কয়েকজনের। এদিন এক ধাক্কায় ০.১৩ শতাংশ পড়েছে ITC। ০.১১ শতাংশ পড়ে গিয়েছে Hindustan Unilever।
বিশেষজ্ঞরা কী বলছেন?
মঙ্গলে অনেক দিন পর বাজার খুলতেই সুখের মুখ দেখল বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প অটো সেক্টরের শুল্কে স্থগিতাদেশের ইঙ্গিত দিতেই নতুন করে জোর পেয়েছে শেয়ার বাজার। বলা যেতে পারে, আজ গোটা দিনে বিনিয়োগকারীদের ভালই লাভ দিতে পারে অটো মোবাইল কোম্পানিগুলি। এছাড়াও, বাড় বাড়ন্ত দেখা যেতে পারে বিদ্যুৎ সেক্টরে। তবে সেই তুলনায় FMCG বা ভোজ্যপণ্য সেক্টরগুলি এই আবহে মার খেতে পারে বলেই আশঙ্কা অনেকের।





