Sensex in India: উত্তর প্রদেশের সপার থেকে অনেক এগিয়ে বিজেপি, ভোট গণনা শুরুতেই চাঙ্গা বাজার

Stock Market: ভোট বাক্স খোলার সঙ্গে সঙ্গে যে প্রাথমিক প্রবণতা দেখা গিয়েছে, তাতে বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই চাঙ্গা বাজার।

Sensex in India: উত্তর প্রদেশের সপার থেকে অনেক এগিয়ে বিজেপি, ভোট গণনা শুরুতেই চাঙ্গা বাজার
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অরিজিৎ দে

Mar 10, 2022 | 11:18 AM

মুম্বই: আজই পাঁচ রাজ্যে ভোট গণনা। যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে উত্তর প্রদেশের ফল দিকে নজর ছিল গোটা দেশের। ভোট বাক্স খোলার সঙ্গে সঙ্গে যে প্রাথমিক প্রবণতা দেখা গিয়েছে, তাতে বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই চাঙ্গা বাজার। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স (Sensex) ১,১২৮.২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৫৭৭৫.৫৫ তে পৌঁছে গিয়েছে। সেনসেক্সে মোট ২.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটিও ৩১৪.২০ পয়েন্ট বৃদ্ধি ১৬৬৫৯.৬০ পয়েন্টে পৌঁছে গিয়েছে।

ভোটের ফল প্রকাশের সময় থেকেই বাজারের নজর ছিল। উত্তর প্রদেশে, উত্তরাখণ্ড, গোয়া, পঞ্জাব, মণিপুরের মত পাঁচ রাজ্য নির্বাচন হলেও সবার নজর মূলত উত্তর প্রদেশের দিকেই ছিল। কারণ এই রাজ্যের নির্বাচনী ফলের সঙ্গে দেশের রাজনীতির সরাসরি যোগ রয়েছে। বুথফেরত সমীক্ষার সঙ্গে ভোটের ফলের প্রাথমিক ট্রেন্ড মিলে যাওয়ার কারণে সকাল থেকেই তাই চাঙ্গা শেয়ার বাজার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও শেয়ার বাজারে পড়েছিল। গত দুটি সেশনে শেয়ার বাজারে লাভ লক্ষণীয় হয়েছে। ন্যাটোর সদস্যপদ নিয়ে রাশিয়া-ইউক্রেন সমস্যার সূত্রপাত হলে ইউক্রেনের প্রেসিডেন্ট গতকালই জানিয়েছেন, তাদের ন্যাটো সদস্যপদের প্রয়োজন নেই। তবে রাশিয়া এখনও নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসার কথা ঘোষণা করেন। আজই দুটি দেশের বিদেশমন্ত্রীদের মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে। রাশিয়া-ইউক্রেন বৈঠকের পর দুই দেশের যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে তার প্রভাবও ভারতীয় বাজারে পড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন Goa Assembly Election Results 2022: হতে পারে মমতা-অভিষেকের স্বপ্নপূরণ, গোয়াতে ৪ আসনে এগিয়ে তৃণমূল জোট