জুটি বাঁধছেন Shah Rukh Khan, Nikhil Kamath! বাজার কাঁপাতে আসতে চলেছে নতুন কিছু

Shah Rukh Khan, Nikhil Kamath: না কোনও সিনেমায় নয়, বাস্তবেই ঘটতে চলেছে এই ঘটনা। বলিউডের বাদশা শাহরুখ খান এবার জুটি বাঁধতে চলেছেন জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে।

জুটি বাঁধছেন Shah Rukh Khan, Nikhil Kamath! বাজার কাঁপাতে আসতে চলেছে নতুন কিছু

Aug 14, 2025 | 2:20 PM

বলিউডের বাদশা শাহরুখ খান এবার জুটি বাঁধতে চলেছেন জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে। না কোনও সিনেমায় নয়, বাস্তবেই ঘটতে চলেছে এই ঘটনা। এবার তাঁরা একসঙ্গে ‘অ্যালকোবেভ’ (অ্যালকোহল ও বেভারেজ জুড়ে তৈরি হয় এই শব্দ) ফার্ম D’Yavol Spirits-এর অংশীদার হতে চলেছেন।

জানা গিয়েছে, নতুন এই সংস্থায় অ্যালকোহলিক বেভারেজ সংস্থা র‍্যাডিকো খইতানের ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এ ছাড়াও ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে SLAB ভেঞ্চার্সের। SLAB ভেঞ্চার্স তৈরি হয়েছে শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান ও তাঁদের পারিবারিক বন্ধু লেটি ব্লাগোয়েভা ও বান্টি সিংয়ের নামের আদ্যক্ষর দিয়ে। এ ছাড়া নয়া সংস্থার বাকি ৫ শতাংশ অংশীদার হবেন জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথ।

২০২২ সালের আশেপাশে শুরু হয় এই SLAB ভেঞ্চার্স। তারা ইতিমধ্যেই D’Yavol ব্র্যান্ড নামের অধীনে আল্ট্রা-প্রিমিয়াম ভদকা ও স্কচ বিক্রি করে। এই সংস্থার মার্কেটিং এবার সম্পূর্ণভাবে করবে র‍্যাডিকো খইতান।

গত কয়েক বছর ধরে প্রিমিয়াম স্পিরিট কোম্পানিগুলোতে সেলিব্রিটিদের বিনিয়োগ বেড়েছে। অ্যালকোহলিক বেভারেজ স্টার্টআপ কার্টেল ব্রোসে বিনিয়োগ রয়েছে সঞ্জয় দত্ত ও অজয় দেবগনের। অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিসের এবিডি মায়েস্ত্রো সংস্থায় বিনিয়োগ রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখ খান ও নিখিল কামাথ।