Shakti Pump: এই শেয়ারে টাকা ঢেলে পাঁচ বছরেই মালামাল লগ্নিকারীরা, মিলেছে ২,৭৭৭ শতাংশ রিটার্ন! আপনার তালিকায় কি রয়েছে এই সংস্থা?

Shakti Pump: দালাল স্ট্রিটে আসার বছর কয়েক তো চুপই থাকে এই সংস্থা। ২০১৪ থেকে ধীরে ধীরে বাড়তে থাকে দাম। ২০২২ সালের পর একেবারে 'বুলেট ট্রেনের' মতো ছুটতে শুরু করে এই সংস্থার শেয়ার।

Shakti Pump: এই শেয়ারে টাকা ঢেলে পাঁচ বছরেই মালামাল লগ্নিকারীরা, মিলেছে ২,৭৭৭ শতাংশ রিটার্ন! আপনার তালিকায় কি রয়েছে এই সংস্থা?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 11, 2025 | 4:15 PM

কলকাতা: সেপ্টেম্বর থেকে ক্রমাগত ধুঁকছে শেয়ার বাজার। গত পাঁচ-ছয় মাসে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের। তবে এই টানাপোড়েনের মাঝে ‘চালিয়ে খেলেছে’ এই একটি সংস্থার শেয়ার। রিপোর্ট বলছে, যখন তলানিতে এসে ঠেকেছিল সেনসেক্স। সেই সময়কালেও প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এই সংস্থার শেয়ার।

আপনার পোর্টফোলিওতে কী রয়েছে এই শেয়ার?

নাম ‘শক্তি পাম্প’। আপাতত শেয়ার মার্কেটেও নিজের শক্তি দেখিয়ে দিয়েছে এই সংস্থা। ২০১১ সালে দালাল স্ট্রিটে নিজেদের নাম লেখায় শক্তি পাম্প। তখন এর দর ছিল শেয়ার প্রতি সাত টাকা। দালাল স্ট্রিটে আসার বছর কয়েক তো চুপই থাকে এই সংস্থা। ২০১৪ থেকে ধীরে ধীরে বাড়তে থাকে দাম। ২০২২ সালের পর একেবারে ‘বুলেট ট্রেনের’ মতো ছুটতে শুরু করে এই সংস্থার শেয়ার।

কোন সেক্টরে কাজ করে এই সংস্থা?

মূলত, আধুনিক অচিরাচরিত শক্তি নিয়েই কাজ করে থাকে এই সংস্থা। মোদী শাসনকালের শুরু থেকেই দেশের কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে জোর দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তিতে। যার জেরে বিশেষ জোর পড়েছে সৌর শক্তিতেও। আর সেই ক্ষেত্রটাকেই কাজে লাগিয়েছে এই সংস্থা। ২০১৪ সাল থেকেই হুড়মুড়িয়ে এগোচ্ছে তারা।

শেয়ার বাজারে ‘শক্তি’র প্রদর্শন

২০২০ সালে এই একটি সংস্থার একটি শেয়ারের দর ছিল প্রায় ৪৫ টাকা। যা পাঁচ বছর পর ২০২৫ সালের জানুয়ারিতে ছুঁয়ে ফেলে ১২৭৭ টাকার গন্ডি। অর্থাৎ পাঁচ বছরে এই শেয়ার দাম বেড়েছে ২ হাজার ৭৭৭ শতাংশ। গত সপ্তাহেও যখন সেনসেক্সে ‘মহাপতন’ চলছিল সেই সময়েও এই শেয়ারের দর বেড়েছে প্রায় ৮ শতাংশ।