মুম্বই: অক্টোবর মাস মানেই উৎসবের মাস। দুর্গাপুজো, দশেরা, লক্ষ্মীপুজো থেকে একাধিক উৎসব রয়েছে এই মাসে। ফলে ব্যাঙ্কের পাশাপাশি শেয়ারবাজারও বেশ কয়েকদিন বন্ধ থাকবে এই মাসে। আপনি যদি অক্টোবর মাসে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করতে চান, তাহলে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই একবার ছুটির ক্যালেন্ডারটি দেখে নিন যে, এই মাসে কোন তারিখে শেয়ার বাজার বন্ধ থাকবে।
বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) অক্টোবর মাসে ১০ দিনের বেশি বন্ধ থাকবে। চলতি মাসে শুধু শনি ও রবিবার-সহ শেয়ার বাজারে মোট ৯টি ছুটি। ফলে সাপ্তাহিক ছুটির কারণে শেয়ার বাজার ৯ দিন বন্ধ থাকবে। এছাড়া অক্টোবর মাসে আরও দুটি আলাদা ছুটি রয়েছে। সবমিলিয়ে, চলতি মাসে মোট ১১ দিন শেয়ার বাজার বন্ধ থাকবে।
BSE এবং NSE-তে ছুটি থাকবে
গান্ধী জয়ন্তী ২ অক্টোবর, এটা ন্যাশনাল হলিডে। তাই বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও এদিন বন্ধ ছিল। একইভাবে ২৪ অক্টোবর বিজয়া দশমী, বাংলার বাইরে যাকে বলে দশেরা। এটি বাংলার বাইরে হিন্দুদের অন্যতম বড় উৎসব। ফলে সেদিনও BSE এবং NSE বন্ধ থাকবে।
নভেম্বর মাসেও কয়েকদিন বিনিয়োগ হবে না
অক্টোবরের মতো নভেম্বরেও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি ছাড়া আরও কয়েকদিন শেয়ার বাজার বন্ধ থাকবে। যেমন, ৪ নভেম্বর সারা দেশে দীপাবলি উৎসব উদযাপিত হবে। ওই দিন বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও ছুটি থাকবে। আবার গুরুনানক জয়ন্তী উপলক্ষে ২৭ নভেম্বর শেয়ার বাজার বন্ধ থাকবে। ফলে নভেম্বর মাসেও শনি, রবিবার বাদে এই দিনগুলিতে বিনিয়োগ করা যাবে না।