Share Market News: আজ সামান্য চাঙ্গা হল বাজার, হুড়মুড়িয়ে পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম!
IndusInd Bank: আজ হুড়মুড়িয়ে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। পরপর লোয়ার সার্কিট হিট করে দিনের শেষে ২৭ শতাংশের বেশি নেমে গিয়েছে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক ইন্ডাসইন্ড।

আজ ১১ মার্চ, ৩৭ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। যদিও সামান্য কমেছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স। তবে আজ হুড়মুড়িয়ে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।
পরপর লোয়ার সার্কিট হিট করে দিনের শেষে ২৭ শতাংশের বেশি নেমে গিয়েছে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক ইন্ডাসইন্ড। ১ দিনে ২৪৩ টাকার বেশি নেমেছে এই সংস্থার শেয়ারের দাম।
নিফটি ৫০ উঠলেও আজ প্রায় ০.৭ শতাংশ পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। একই সঙ্গে আজ ০.৭৫ শতাংশ পড়েছে নিফটি ব্যাঙ্ক সূচক।
ভারতের ব্যাঙ্ক হুড়মুড়িয়ে পড়ার আগে গতকালই ১৫ শতাংশের বেশি পড়েছে মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করল পশুপতি অ্যাক্রিলনের শেয়ারের দাম। ২০ শতাংশ বাড়ে এই সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ইন্ডিজেন, ট্রান্সইন্ডিয়া রিয়েল এস্টেট, ওসিসিএল ও থাঙ্গামাইল জুয়েলারির শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম। সর্বোচ্চ ২৭.০৬ শতাংশ পড়েছে এই ব্যাঙ্কের শেয়ারের দাম। এ ছারাও আজ পড়েছে হারকিউলিস হয়েস্টস, মহাদেব মার্বেলস অ্যান্ড গ্রানাইটস, জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও হাই-টেক পাইপসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ভারত ইলেক্ট্রনিক্স।
- ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁতে পারেনি কোনও সংস্থাই।
- আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে পি অ্যান্ড জি, অপার ইন্ডাস্ট্রিজ, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাইটান, ইয়েস ব্যাঙ্ক, অ্যাস্ট্রাল, ডালমিয়া ভারত, স্টার হেলথ ও মান্যবর-বেদান্ত ফ্যাশনের শেয়ারের দাম।
*১১ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





