Share Market Explained: ২০ মিনিটেই ভরল বিনিয়োগকারীদের পকেট! মঙ্গলে ‘মঙ্গলময়’ হল কোন কোন শেয়ার?
Share Market Explained: তবে বাজার পরিস্থিতি এখন স্বাভাবিক। মঙ্গলে 'মঙ্গল' হয়েছে বিনিয়োগকারীদের। একটি প্রতিবেদন অনুযায়ী, বাজার খোলার পর প্রথম ২০ মিনিটেই সোমবার বিনিয়োগকারীদের হওয়া ক্ষতির অনেকটাই ফিরিয়ে দিয়েছে শেয়ার বাজার।

কলকাতা: ২০ মিনিটে নিজের রূপ ফিরে পেল ভারতীয় শেয়ার বাজার। মঙ্গলবার অনেকটাই স্থিতিশীল হয়েছে পরিস্থিতি। গতকালের ক্ষত সারিয়ে এদিন সেনসেক্স উঠেছে ১৩০০ পয়েন্টের অধিক। একই ভাবে নিফটি ৫০ বৃদ্ধি পেয়েছে ৫০০ পয়েন্টের কাছাকাছি।
সোমবার যখন হুড়মুড়িয়ে পড়ছিল একটার পর একটা শেয়ারের দর। সেই আবহে মিনিটে দালাল স্ট্রিট থেকে গায়েব হয়ে গিয়েছিল কয়েক লক্ষ কোটি টাকা। একটি পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের মহাপতনে বাজার থেকে ধুয়ে গিয়েছিল প্রায় ২০ লক্ষ কোটি টাকা। ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিলেন বিনিয়োগকারীরা। এমনকি, সোমবার এক দিনে অম্বানি-আদানির মিলিত ক্ষতি হয়েছিল ৬০০ কোটি টাকার অধিক।
তবে বাজার পরিস্থিতি এখন স্বাভাবিক। মঙ্গলে ‘মঙ্গল’ হয়েছে বিনিয়োগকারীদের। একটি প্রতিবেদন অনুযায়ী, বাজার খোলার পর প্রথম ২০ মিনিটেই সোমবার বিনিয়োগকারীদের হওয়া ক্ষতির অনেকটাই ফিরিয়ে দিয়েছে শেয়ার বাজার। লগ্নিকারীদের পকেটে ফিরে এসেছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা।
মঙ্গলে কাদের ‘হাওয়া বদল’?
মঙ্গলে কোন কোন শেয়ারের হাত ধরে ঘুরে দাঁড়াল বাজার? এদিন অনেকটা মাথা তুলেছে Nifty FMCG। বেড়েছে ২.১০ শতাংশ। অন্য দিকে Nifty PSU Bank বেড়েছে ২.৬৫ শতাংশ। Nifty Healthcare ও Nifty Auto ইনডেক্স ২.১৬ শতাংশ। এছাড়াও, ৪.৪৮ শতাংশ দাম বেড়েছে টাইটানের। ৩.৯৩ শতাংশ বেড়েছে জোম্যাটো। সোমবার মাথা নোয়ানো Axis, HDFC, ICIC Bank-এর শেয়ারগুলি বেড়েছে দেড় শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত। ভারতী এয়ারটেল টেনেছে ৩.০২ শতাংশ। ফিনান্স সংস্থা বাজাজ ফিনান্স বেড়েছে ৩.১৬ শতাংশ।

