Share Market Today: সপ্তাহের শুরুতেও শোরগোল নেই দালাল স্ট্রিটে, লাভের মুখ দেখছে এই সংস্থাগুলির শেয়ার

Sensex-Nifty: সোমবার বাজার খুলতেই পতন হয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির স্টকে। অন্যদিকে, ক্যাসিনো অপারেটর ডেলটা কর্পের শেয়ারও ১৫ শতাংশ পতন হয় আয়কর বিভাগের নোটিস পাওয়ার পরই। শনিবার যখন বাজার বন্ধ হয়েছিল, তখন সেনসেক্স-নিফটির সূচক সর্বনিম্ন ছিল।

Share Market Today: সপ্তাহের শুরুতেও শোরগোল নেই দালাল স্ট্রিটে, লাভের মুখ দেখছে এই সংস্থাগুলির শেয়ার
অলঙ্করণ: অভীক দেবনাথImage Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 25, 2023 | 12:13 PM

মুম্বই: মাস জুড়েই মন্দা চলছে শেয়ার বাজারে। সপ্তাহের শুরুটাও খুব একটা ভাল হল না। সেনসেক্স ও নিফটির সূচক সামান্য উঠলেও, শেয়ার বাজারের দরে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই নিফটির সূচক বৃদ্ধি পায় মাত্র ৪ অঙ্ক। নিফটি ৫০-র সূচক পৌঁছয় ১৯,৬৭৮.২০-তে। অন্যদিকে, বিএসই সেনসেক্স সূচকও বৃদ্ধি পায় ৭৩ অঙ্ক। সেনসেক্সের সূচক বেড়ে দাঁড়ায় ৬৬,০৮২.৯৯ অঙ্কে।

সোমবার বাজার খুলতেই পতন হয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির স্টকে। অন্যদিকে, ক্যাসিনো অপারেটর ডেলটা কর্পের শেয়ারও ১৫ শতাংশ পতন হয় আয়কর বিভাগের নোটিস পাওয়ার পরই। শনিবার যখন বাজার বন্ধ হয়েছিল, তখন সেনসেক্স-নিফটির সূচক সর্বনিম্ন ছিল।

এ দিন সকালে শেয়ার বাজারে যে সংস্থাগুলি লাভের মুখ দেখেছে, সেগুলি হল বাজাজ ফিনসার্ভ, টাটা, এশিয়ান পেইন্টস, অ্যাপোলো হসপিটালস, টাইটান, গ্রাসিম, কোটাক মাহিন্দ্রা ও ওএনজিসি।  অন্যদিকে যে সংস্থাগুলির শেয়ার সূচকে পতন হয়েছে, সেগুলি হল এসবিআই লাইফ, ইনফোসিস, লারসেন, হিরো মোটোকর্প, হিন্দালকো, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও উইপ্রো।

বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শেয়ার বাজারে চাপই থাকবে। বিশ্ব বাজারে আর্থিক অনিশ্চয়তার কারণে শেয়ার বাজারে স্থিতাবস্থা থাকছে না। এছাড়া বছর শেষে একাধিক বিশ্ব অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি হতে পারে। এরফলে শেয়ার বাজারের সূচকও ওঠানামা করবে। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দালাল স্ট্রিটে মন্দা চলছে।