
কলকাতা: চলতি মাসের শুরু থেকে যাত্রা শুরু। কিন্তু, মাঠে নামার পর থেকে আর ঘুরে তাকাতে হয়নি সেনকো গোল্ডকে। চড়চড় করে বাড়ছে শেয়ারের দাম (Senco Gold Shares)। এদিকে জুলাইয়ের শুরুতে বাজারে প্রবেশের সময় এই শেয়ারের দাম ছিল ৩১৭ টাকা। তা বর্তমানে ৪০০ টাকার গণ্ডি পার করে ফেলেছে। ১৪ জুলাই বোম্বে স্টক এক্সচেঞ্জে তা ছুঁয়ে ফেলেছিল ৪৩১ টাকার গণ্ডি। যদিও শুক্রবারের মার্কেটের শেষ লগ্নে তা দাঁড়ায় ৪০২ টাকায়।
একই প্রতিচ্ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। শুক্রবার মার্কেট খোলার সময় সেনকোর শেয়ার প্রতি দাম চলে যায় ৪৩০ টাকার উপর। দিনভর তা ৪১৫ থেকে ৪২০ টাকার আশপাশে ঘোরাফেরা করে। মার্কেট বন্ধের সময় তা ৪০২ টাকায় এসে থামে। শেয়ার বাজারে তালিকাভুক্তির পর থেকে এখনও পর্যন্ত এই শেয়ার ৩৬ শতাংশ রিটার্ন দিয়েছে বলে খবর।
এদিকে ৫ জুলাই গোটা দেশেই সাড়া ফেলে দিয়েছিল সেনকো গোল্ড। ৫ জুলাই বাজার খোলার ২ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল সেনকো গোল্ডের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল শিল্প-বাণিজ্য মহলে। যদিও তারপরের দিন মার্কেটে ৯৪.১৮ লক্ষ শেয়ার ছাড়া হয়েছিল। কিন্তু, আবেদন এসে গিয়েছিল ১.১২ কোটি। যা দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল শেয়ার বিশেষজ্ঞদের। সূত্রের খবর, বাজার থেকে আপাতভাবে ৪০৫ কোটি টাকা তুলেছে সেনকো। এর মধ্যে ২৭০ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি থেকে এসেছে বলে জানা যাচ্ছে। বাকি যে টাকা রয়েছে তা বিনিয়োগ করেছেন বর্তমান সময়ের বিনিয়োগকারীরা।