কলকাতা: এই শেয়ার বিনিয়োগ করে আস্ত ট্রেন কতটা সম্ভব, তা জানা নেই। তবে ঠিকঠাক ভাবে বিনিয়োগ করলে একটা বিলাসবহুল গাড়ি খুব সহজেই হাঁকানো সম্ভব হবে। অবশ্য, ট্রেন কেনার স্বপ্ন যদি তারপরে মনে থাকে, সেই স্বপ্ন কিছুটা পূরণ হতে পারে রেলে বিনিয়োগ করেই। বিশেষজ্ঞরা বলেন, কোনও সংস্থার শেয়ারে বিনিয়োগ করা মানে, সেই সংস্থার অংশীদারি নেওয়া। সুতরাং বলা যেতে পারে, ট্রেন কেনার স্বপ্ন মনে থাকলে, রেলে বিনিয়োগ করুন।
কিন্তু রেলে বিনিয়োগের মাধ্যমটাই বা কী? দালাল স্ট্রিটের অলিতেগলিতে উঁকি মারলেই জানা যাবে, রেলে বিনিয়োগটা কিন্তু এখন খুব সহজ। ভারতীয় রেলে বিনিয়োগের জন্য শেয়ার বাজারে ইতিমধ্যেই নাম লিখিয়েছে বহু সরকারি সংস্থা। যাদের মধ্যে অন্যতম রেল বিকাশ নিগম (Rail Vikash Nigam) বা RVNL।
রেলের সঙ্গে কীভাবে যুক্ত এরা?
জানা গিয়েছে, ভারতীয় রেলমন্ত্রকের আওতাধীন এই সংস্থা দেশজুড়ে রেলের উন্নয়নমূলক সকল কাজের দায়িত্ব সামলে থাকে। সুতরাং বলা যেতে পারে, RVNL-এর ঘাড়ে যত কাজের দায়িত্ব পড়বে, ততই বাড়বে শেয়ারের দর।
বর্তমানে এই সংস্থার শেয়ারের দর চলছে ৩৬১ টাকায়। চলতি মাসে সর্বোচ্চ ৩৭৫ টাকা ও সর্বনিম্ন ৩৫২ টাকার গন্ডি ছুঁয়েছে এই সংস্থার শেয়ার। তবে এখন এমন টালমাটাল থাকলেও, ঠিক এক বছর আগে কিন্তু বিনিয়োগকারীদের ‘ভাল খেলা’ দেখিয়েছিল RVNL। গতবছর জুলাই মাসেই প্রায় ৬৩০ টাকার গন্ডি ছুঁয়েছিল RVNL। তবে এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে এই ‘আগুনখেকো’ সংস্থা।
বিনিয়োগ করা কি উচিত হবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানা তিন বছর ৯২৩ শতাংশ বৃদ্ধির পর গত বছরের মাঝামাঝি সময় থেকে পড়তে শুরু করেছে RVNL। তবে পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়েছে এমনটা কিন্তু একদমই নয়। শেয়ারের ট্রেন্ড থেকে ধরা যেতে পারে, ৩৫০ টাকা থেকে ৩৭০ টাকার মধ্যেই ঘোরাফেরা করবে এই শেয়ারের দাম। যেমন, বর্তমানে রয়েছে। তবে এর ভোলাটিলিটি রেট বা অস্থিরতা ১.৪৬ হওয়ায় বলা যেতে পারে, মার্কেটের উত্থান-পতনের তুলনায় RVNL-এর ধাক্কাটা একটু বেশিই হবে।
সহজ ভাষায় বললে, মার্কেট যদি ১০০ শতাংশ লাফ মারে, RVNL লাফ মারবে ১৪৬ শতাংশ। পতনের ক্ষেত্রে দেখা যাবে, ঠিক উল্টোটা। তবে রেলের উন্নয়ন ও গ্রহণযোগ্যতা দেখে বলা যেতে পারে, শর্ট টার্মের তুলনায় লং টার্ম বা দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারলে, বিনিয়োগকারীদের লাভের অঙ্কও চড়বে অনেকটা।
বিশেষ বিজ্ঞপ্তি: এটি একটি শিক্ষামূলক প্রতিবেদন। নিজের টাকা, নিজের দায়িত্ব গুছিয়ে নিন। এই প্রতিবেদন কোনও নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগের পরামর্শ বা উস্কানি দেয় না।