
কেউ নতুন চাকরি পেলে বা কোনও ব্যক্তি যখন পরিবারের একমাত্র উপার্জনকারী হন তাহলে বিশেষজ্ঞরা তাঁকে বিমা করতে বলেন। আবার অনেকে বেড়াতে গেলেও একটা ট্রাভেল বিমা করান। কিন্তু কেউ যদি মহাকাশে যান, তাহলে তাঁর কত টাকার বিমা করানো হয় জানেন?
কয়েকদিন আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা। তাঁর এই যাত্রার আগে ঠিক কত টাকার বিমা করানো হয়েছে জানেন? শুনলে চমকে উঠবেন। শুভাংশুর জন্য প্রায় ২০০ কোটি টাকার বিমা করিয়েছে ইসরো।
এ ছাড়াও, নাসার পক্ষ থেকেও একটা বিমা করানো হয়েছে। প্রায় ৬০ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকার বিমা করিয়েছে নাসা। সব মিলিয়ে প্রায় ৭০০ কোটি টাকার বিমা হয়েছে শুভাংশুর নামে।
কিন্তু মহাকাশের বিমা করতে এত খরচ কেন? সকালে মহাকাশে যাওয়ার ক্ষেত্রেই মানুষের জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এই ক্ষেত্রে কোনও ব্যক্তির জীবনের দাম ধরা হয় ১৬০ কোটি টাকা।
মৃত্যু থেকে গুরুতর চোট, সব কিছুই এই বিমার অধীনে থাকে। ফলে, আমার-আপনার মতো সাধারণ মানুষের বিমার থেকে কয়েক শো থেকে কয়েক হাজারগুণ বেশি খরচ তো হবেই।