১ সেপ্টেম্বর থেকে রুপোর গহনায় আসছে বিরাট বদল, কেনার আগে অবশ্যই দেখে নিন

Silver Hallmarking: নকল বা খাদ মেশানো রুপোর পণ্য দেওয়া যাবে না। রুপোর গহনা বা অন্য কোনও পণ্য কেনার ক্ষেত্রে হলমার্ক দেখলে জানতে পারবেন, তাতে কতটা বিশুদ্ধ রুপো রয়েছে।

১ সেপ্টেম্বর থেকে রুপোর গহনায় আসছে বিরাট বদল, কেনার আগে অবশ্যই দেখে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Aug 14, 2025 | 9:53 AM

নয়া দিল্লি: সোনার দর আকাশছোঁয়া। মধ্যবিত্তের ভরসা এখন রুপো। ফ্যাশন জগতেও এখন ট্রেন্ডিং রুপোর গহনা। তবে শীঘ্রই রুপোর গহনাতেও বড় বদল আসতে চলেছে। সোনার মতো এবার রুপোর গহনাতেও থাকবে হলমার্কিং। ১ সেপ্টেম্বর থেকেই বাধ্যতামূলক হতে চলেছে রুপোর গহনায় হলমার্কিং।

রিপোর্ট অনুযায়ী, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-র তরফে রুপোর গহনাতেও হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে রুপোর ৬টি গ্রেড অর্থাৎ ৯০০, ৮০০, ৮৩৫, ৯২৫, ৯৭০ ও ৯৯০ বিশুদ্ধতার লেভেলের ক্ষেত্রে হলমার্ক থাকতে হবে। সোনার গহনায় যেমন হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা HUID থাকে, ঠিক একইভাবে রুপোর গহনাতেও HUID মার্কিং থাকবে।

পুরনো হলমার্কিংয়ের বদলে নতুন হলমার্কিং ব্যবহার করা হবে। এর আগে ২০২১ সাল থেকেই সরকার সোনার গহনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছিল। রুপোর গহনাতেও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্ক ব্যবহার করা হবে।

এবার রুপোর গহনাতে হলমার্কিং বাধ্যতামূলক হওয়ায় গ্রাহকদের সুবিধা হবে। নকল বা খাদ মেশানো রুপোর পণ্য দেওয়া যাবে না। রুপোর গহনা বা অন্য কোনও পণ্য কেনার ক্ষেত্রে হলমার্ক দেখলে জানতে পারবেন, তাতে কতটা বিশুদ্ধ রুপো রয়েছে।