Gold Price Today: আকাশ থেকে পড়ছে… কমল ১২ হাজার, আরও পড়বে সোনা?

Gold Price Drop: ২৮ অক্টোবর কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। দাম কমেছে রুপোরও। কিন্তু সোনার দাম এত কমে কোথায় দাঁড়াল? বিশেষজ্ঞরা বলছেন আগামীতে আরও কমবে সোনার দাম।

Gold Price Today: আকাশ থেকে পড়ছে... কমল ১২ হাজার, আরও পড়বে সোনা?
এক ধাক্কায় ১২ হাজার কমল সোনার দাম!

Oct 28, 2025 | 5:37 PM

একটা সময় চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। সোনার সেই বৃদ্ধি দেখে সোনায় বিনিয়োগ করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। এ ছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও প্রচুর পরিমাণে সোনা কেনে। এই সব কারণেই তখন একটা দারুণ বৃদ্ধি দেখা গিয়েছিল সোনায়। আর তারপর ধনতেরসের পর বিশেষজ্ঞদের শঙ্কা সত্যি করে সোনার দাম পড়তে শুরু করে। PACE 360 সংস্থার কো-ফাউন্ডার এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল কিন্তু আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আগামীতে হুড়মুড়িয়ে কমবে সোনার দাম এমনকি দাম নেমে আসতে পারে ৭৭ হাজারেও। আর তাঁর সেই কথার মান রেখে যেন রোজ নতুন নতুন ভাবে পড়ছে সোনার দাম।

২৮ অক্টোবর কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। দাম কমেছে রুপোরও। কিন্তু সোনার দাম এত কমে কোথায় দাঁড়াল?

২৪ ক্যারেট সোনার দাম

গত ২৪ ঘণ্টায় ১০ গ্রাম সোনার দাম কমেছে ২হাজার ৪৬০ টাকা। ২৮ অক্টোবর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৮২০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম কমেছে ২২ ক্যারেট গয়নার সোনারও। প্রতি ১০ গ্রামের দাম ২ হাজার ২৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৭৫০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। ১ হাজার ৮৪০ টাকা দাম কমেছে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার। আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৯০ হাজার ৬২০ টাকা।

রুপোর দাম

হুড়মুড়িয়ে দাম কমেছে রুপোরও। কলকাতায় আজ, ২৮ অক্টোবর রুপোর দাম কমেছে প্রতি কেজিতে ৪ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৫১ হাজার টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।