Silver Price Hike: ৩ লক্ষ পেরিয়েছে, এবার কি ৪ লক্ষ ছুঁয়ে ফেলবে রুপোর দাম?
Investment in Silver: বিশ্ববাজারে নতুন করে শুল্ক আরোপের শঙ্কা ও বাণিজ্যে উত্তেজনা বিনিয়োগকারীদের সতর্ক করছে। ফলে তাঁরা অন্যান্য সম্পদ থেকে নিজেদের বিনিয়োগ সরিয়ে নিয়ে সেই বিনিয়োগ করছেন সোনা ও রুপোয়। একই সঙ্গে বিশ্বের শেয়ার বাজার ও মার্কিন ডলারের ওঠাপড়া সোনা ও রুপোর দাম বাড়া-কমায় সাহায্য করেছে।

রোজই নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে রুপো। ১৯ জানুয়ারি ৩ লক্ষ পার করে ফেলেছিল প্রতি কেজি রুপোর দাম। আর ২০ জানুয়ারি ১ কেজি রুপোর দাম ছুঁইয়ে ফেলেছেন ৩ লক্ষ ২০ হাজার টাকা। আসলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার আবহে নিরাপদ বিনিয়োগ হিসাবে ধাতুর বাজারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই দামে।
রুপোর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সোনার দামও। প্রতি ১০ গ্রাম সোনার দামও ছুঁয়ে ফেলেছে ১ লক্ষ ৪৮ হাজার টাকা। যা গত দিনের তুলনায় ২ হাজার ১০০ টাকা বৃদ্ধি। শেষ কয়েকটি দিনে ক্রমাগতই বেড়েছে সোনার দাম।
কেন বাড়ছে সোনা-রুপোর দাম?
বিশ্ববাজারে নতুন করে শুল্ক আরোপের শঙ্কা ও বাণিজ্যে উত্তেজনা বিনিয়োগকারীদের সতর্ক করছে। ফলে তাঁরা অন্যান্য সম্পদ থেকে নিজেদের বিনিয়োগ সরিয়ে নিয়ে সেই বিনিয়োগ করছেন সোনা ও রুপোয়। একই সঙ্গে বিশ্বের শেয়ার বাজার ও মার্কিন ডলারের ওঠাপড়া সোনা ও রুপোর দাম বাড়া-কমায় সাহায্য করেছে।
বিশেষজ্ঞদের মতে, রুপোর দাম এই ভাবে বেড়ে যাওয়ায় খুচরো ক্রেতাদের আগ্রহ কমেছে কিছুটা। তবে এই অনিশ্চিত সময়ে রুপোর এই রেকর্ড ভাঙা উত্থান প্রমাণ করে এখনও রুপোয় আস্থা রাখছেন বিনিয়োগকারীরা। বিশ্ব পরিস্থিতি যতদিন অস্থির থাকবে, ততদিন সোনা ও রুপোর দাম শক্ত থাকার সম্ভাবনাই বেশি। তবে কি রুপো এবার ছুঁয়ে ফেলবে ৪ লক্ষ? সে উত্তর অবশ্যই সময়ই দেবে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
