Silver Price Surges: দামের ফারাক প্রায় ৫০ হাজার টাকা, হুড়মুড়িয়ে রুপো কিনছেন এই দেশের বিনিয়োগকারীরা!

China Silver Price Hike: আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে চিনে রুপোর দাম কিন্তু বাকি বিশ্বের রুপোর দামের থেকে অনেকটা আলাদা। বিশ্বে রুপোর ১ আউন্স দাম যেখানে ঘোরাফেরা করছে ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে, সেখানে চিনে রুপোর দাম পেরিয়ে গিয়েছে আউন্স প্রতি ১৩০ ডলার।

Silver Price Surges: দামের ফারাক প্রায় ৫০ হাজার টাকা, হুড়মুড়িয়ে রুপো কিনছেন এই দেশের বিনিয়োগকারীরা!
রুপোর দামে এত পার্থক্য কেন?Image Credit source: Getty Images

Jan 29, 2026 | 1:38 PM

সোনা ও রুপোর দাম চড়ছে হু হু করে। রিটার্নের হিসাবে ইতিমধ্যেই সোনাকে ছাপিয়ে গিয়েছে রুপো। ভারতের বাজারে গত ১ মাসে সোনা বেড়েছে ২৯ শতাংশ। অন্য দিকে রুপোর দাম বেড়েছে ৫৪ শতাংশের কাছাকাছি। ২৯ জানুয়ারি ১ কেজি রুপোর দাম পেরিয়ে গিয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। কিন্তু রুপোর দাম এই যে বাড়ছে হু হু করে, এর পিছনে প্রধানত কী কী কারণ রয়েছে? আর চিনে রুপোর দাম গোটা বিশ্বের তুলনায় আলাদাই বা কেন?

আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে চিনে রুপোর দাম কিন্তু বাকি বিশ্বের রুপোর দামের থেকে অনেকটা আলাদা। বিশ্বে রুপোর ১ আউন্স দাম যেখানে ঘোরাফেরা করছে ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে, সেখানে চিনে রুপোর দাম পেরিয়ে গিয়েছে আউন্স প্রতি ১৩০ ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রতি কেজিতে দামের পার্থক্য প্রায় ৫০ হাজার টাকা। অর্থাৎ, গোটা বিশ্বের তুলনায় চিনে রুপোর দাম অনেকটা বেশি।

রুপোর এই দামের বিরাট পার্থক্যের কারণ হল চিনে রুপোর ব্যাপক চাহিদা। বিশ্বের অন্যতম বড় রুপোর ভাণ্ডার রয়েছে চিনে। আর অন্যদিকে, গত কয়েক বছরে ধীরে ধীরে নিজেদের সরবরাহও কমিয়েছে চিন। কারণ, চিনের বেশিরভাগ রুপো তারা নিজেদের দেশের বৈদ্যুতিন শিল্পে কাজে লাগায়। এ ছাড়াও রুপোর পোটেনশিয়াল বৃদ্ধির কথা ভেবে চিনা বিনিয়োগকারীরা প্রচুর রুপো কিনছেন।

উল্লেখ্য, রুপোর দাম গত ১ মাসে বেড়েছে ৫৪ শতাংশের কাছাকাছি। ৩ মাসে বেড়েছে ১৪৭ শতাংশ। ৬ মাসে বেড়েছে ২০৬ শতাংশ। আর ১ বছরে রুপোর দাম বেড়েছে ২৯২ শতাংশ। সোনার দাম ১ মাসে বেড়েছে ২৯ শতাংশের আশেপাশে। ৩ মাসে সেই বৃদ্ধি ৫০ শতাংশের মতো। আর ১ বছরে সোনার দাম বেড়েছে ১১৪ শতাংশেরও বেশি।