
সময় বদলাচ্ছে। বর্তমানে অনেকেই আর সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছেন না। বদলে তাঁরা টাকা রাখছেন বিভিন্ন মিউচুয়াল ফান্ডে। আর সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। সেই কারণেই অনেকেই এসআইপি-র মাধ্যমে পরোক্ষ ভাবে শেয়ার বাজারে টাকা ঢালছেন। এ ছাড়াও প্রতিটি মিউচুয়াল ফান্ড এক বা একাধিক অভিজ্ঞ ফান্ড ম্যানেজারকে এই ফান্ডগুলো দেখা দায়িতে দেয়। ফলে, সাধারণ মানুষের বিনিয়োগ করা টাকার দায়িত্ব সামলান সেই অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা।
কোটিপতি হওয়ার শর্ত আমরা যদি ধরি বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা, তাহলে আপনি যদি কোনও ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করেন তাহলে ৫ বছরের জন্য আপনাকে মাসিক ১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকা জমাতে হবে। তাহলেই ৫ বছরে আপনার জমে যাবে ১ কোটি টাকা।
যদি ১০ বছরে চান, তাহলে ইনডেক্স ফান্ডে আপনাকে মাসে ৪৪ হাজার ৬৫০ টাকার মতো বিনিয়োগ করতে হবে। আপনার হাতে যদি ১৫ বছর সময় থাকে তাহলে আপনি মাসে ওই ২১ হাজার টাকার একটু বেশি বিনিয়োগ করলেই হবে।
আচ্ছা, আপনি যদি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চান। আপনার বিনিয়োগে আপন যদি ১৮ শতাংশ রিটার্ন পান, তাহলে কেমন হবে? ৫ বছরের জন্য হলে মাসে ১ লক্ষ ৬ হাজার ৪০০ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। ১৫ বছরে যদি কোটিপতি হতে চান, তাহলে মাসে ১২ হাজার ৫০০ টাকা করে বিনিয়োগ করতে হবে আপনাকে।