
এবার যেন বড় হতে চাইছে ছোটরা। এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পর এবার ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্সের জন্য আবেদন করল জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। জুন মাসের ৯ তারিখ তারা এই আবেদন করেছে বলে জানা গিয়েছে।
ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর পক্ষে কাজ করা আরও সুবিধাজনক হয়ে উঠবে। এ ছাড়াও এই ব্যাঙ্কগুলো অন্যান্য বাজারে প্রবেশ করতে পারবে ও তাদের বৃদ্ধির সম্ভাবনা আরও বেড়ে যাবে।
স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর বেশ কিছু বাধ্যবাধকতা থাকে। যেমন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো সাধারণ ব্যাঙ্কের তুলনায় হাতে বেশি মূলধন রেখে কাজ করে। তারা কোনও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সাবসিডারি চালাতে পারে না। তাদের প্রদেয় লোনের ৫০ শতাংশ বা তার বেশি ২৫ লক্ষ টাকার কম লোন হতে হয়।
ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর গ্রাহক সংখ্যা ও বেস আরও বাড়বে। তখন তারা, বড় ব্যবসা ও ব্যক্তি বিশেষে বড় লোন দিতে পারবে। ফলে, তাদের আয় বৃদ্ধি পাবে। এ ছাড়াও ব্যাঙ্কগুলোর নামের মধ্যে স্মল থাকায় ব্যাঙ্কগুলোর উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে এই অসুবিধাও চলে যাবে।