Small Investment, Large Funds: ২০০০ টাকার বিনিয়োগ তৈরি করবে ২০ লক্ষ টাকার ফান্ড!

SIP, Mutual Funds: এসআইপি মানে হল শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ধাপে ধাপে বিনিয়োগের অভ্যাস তৈরি করা। মাসে ৫০০ টাকা হোক বা ১০০০ টাকা—যে অঙ্কেই শুরু করুন না কেন, নিয়মিত বিনিয়োগ করলে তার শক্তি বহুগুণে বেড়ে যায়।

Small Investment, Large Funds: ২০০০ টাকার বিনিয়োগ তৈরি করবে ২০ লক্ষ টাকার ফান্ড!
Image Credit source: Getty Images

Aug 31, 2025 | 3:41 PM

আপনি কি জানেন, প্রতি মাসে সামান্য কিছু টাকা আলাদা করে রাখলেই তৈরি হতে পারে বিশাল তহবিল। হ্যাঁ, সম্ভব সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে।

এসআইপি মানে হল শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ধাপে ধাপে বিনিয়োগের অভ্যাস তৈরি করা। মাসে ৫০০ টাকা হোক বা ১০০০ টাকা, যে অঙ্কেই শুরু করুন না কেন, নিয়মিত বিনিয়োগ করলে তার শক্তি বহুগুণে বেড়ে যায়।

এর পেছনে কাজ করে দু’টি বড় ফ্যাক্টর। প্রথমত, সময়। যত বেশি দিন ধরে বিনিয়োগ করবেন, টাকার বৃদ্ধির সুযোগ ততই বাড়বে। দ্বিতীয়ত, কম্পাউন্ডিং। সহজ করে বললে, লাভের উপর আবার লাভ জমে। সময় যত বাড়বে, ততই ছোট অঙ্কও বড় ফান্ডে পরিণত হবে।

একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে। যদি কেউ প্রতি মাসে ২০০০ টাকা এসআইপি করেন এবং ২০ বছর ধরে রাখেন, গড়ে ১২ শতাংশ রিটার্নে সেই সামান্য টাকাই প্রায় ২০ লক্ষ টাকার ফান্ডে রূপ নেবে। ৩০ বছরে সেই টাকা গিয়ে দাঁড়াবে ৬০ লক্ষে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারের ওঠানামার ভয় না পেয়ে ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেলে এসআইপি হতে পারে ভবিষ্যতের নিরাপত্তার অন্যতম সেরা হাতিয়ার। ফলে, আর দেরি নয়, খরচের ফাঁকে সামান্য সঞ্চয় শুরু করুন আজ থেকেই। ছোট বিনিয়োগে গড়ে তুলুন বড় ফান্ড, বড় স্বপ্ন।