Bank Account: ঠিক কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে খুব সহজেই টাকা জমাতে পারবেন আপনি?

Smart Investors: বিশেষজ্ঞরা বলছেন এর সমাধান খুবই সহজ। যে কোনও মানুষেরই টাকার উপর এই নিয়ন্ত্রণ রাখার জন্য অন্তত ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। প্রতিটি অ্যাকাউন্টের আলাদা আলাদা উদ্দেশ্য। কোনও অ্যাকাউন্ট আপনার জীবনে বজায় রাখবে স্থিতিশীলতা। কোনও অ্যাকাউন্ট আপনার বৃদ্ধিতে সাহায্য করবে আর অন্য অ্যাকাউন্ট আপনার সাধারণ খরচখরচা চালানর জন্য।

Bank Account: ঠিক কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে খুব সহজেই টাকা জমাতে পারবেন আপনি?
ঠিক ক’টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার?Image Credit source: Getty Images

Nov 27, 2025 | 3:54 PM

আচ্ছা আপনার ঠিক কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? একটা নাকি দুটো? একটা হয়তও স্যালারি অ্যাকাউন্ট, আর অন্য একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট। তাই না? ফলে, কোনও কিছু কেনার কথা যখনই ভাবছেন, তখনই ওই অ্যাকাউন্ট থেকে খরচ করে ফেলছেন আপনি। কিন্তু এই সমস্যার আসলে কী সমাধান?

বিশেষজ্ঞরা বলছেন এর সমাধান খুবই সহজ। যে কোনও মানুষেরই টাকার উপর এই নিয়ন্ত্রণ রাখার জন্য অন্তত ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। প্রতিটি অ্যাকাউন্টের আলাদা আলাদা উদ্দেশ্য। কোনও অ্যাকাউন্ট আপনার জীবনে বজায় রাখবে স্থিতিশীলতা। কোনও অ্যাকাউন্ট আপনার বৃদ্ধিতে সাহায্য করবে আর অন্য অ্যাকাউন্ট আপনার সাধারণ খরচখরচা চালানর জন্য। এই পদ্ধতি অনুসরণ করা খুব সহজ। একই সঙ্গে এই সহজ পদ্ধতিই বাজেট শৃঙ্খলা ও সম্পদ সৃষ্টিতে দারুণ একটা বদল নিয়ে আসে।

তিনটি স্তম্ভ কীভাবে সাজাবেন?

সঞ্চয় অ্যাকাউন্ট: আপনার সব উপার্জন আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট আপনার স্যালারি অ্যাকাউন্ট না হওয়াই বাঞ্ছনীয়। তারপর এখান থেকে প্রয়োজনীয় খরচ করবেন আপনি। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনি প্রতিমাসের জরুরি তহবিল তৈরি করবেন। সব টাকা এখানে শুধু সেভিংস অ্যাকাউন্টে না রেখে সেভিংস লিঙ্কড ফিক্সড ডিপোজিটেও রাখতে পারেন। মাস শুরুতে এখান থেকে টাকা বাকি দুটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

বিনিয়োগ অ্যাকাউন্ট: এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য। এই অ্যাকাউন্ট থেকে আপনার এসআইপি ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ হবে।

দৈনন্দিন খরচ থেকে বিনিয়োগকে আলাদা করে রাখলে, আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি নিরাপদ থাকে। এই অ্যাকাউন্টে একবার টাকা এলে, সেটি যেন কোনও ভাবে খরচ না হয়, সেটা লক্ষ্য আপনারে রাখতে হবে।

খরচ অ্যাকাউন্ট: বাড়ি ভাড়া, ইএমআই, মুদিখানার জিনিস, যাতায়াত, পোশাক; মাসের সব বিল এই অ্যাকাউন্ট থেকেই মেটানো হবে। এই অ্যাকাউন্টই আপনার লাইফস্টাইলকে মেন্টেন করে।

বিশেষজ্ঞরা বলছেন, একটি অ্যাকাউন্ট বিশৃঙ্খলা তৈরি করে। আর তিনটি অ্যাকাউন্ট যদি থাকে আপনার, তাহলে তা আপনার খরচ নিয়ন্ত্রণ নিয়ে আসে। সেই ক্ষেত্রে আপনার কাছে মাসের শুরুতেই একটা হিসাব থাকে যে আপনি আসলে কত টাকা খরচ করতে পারবেন আর কত টাকা বিনিয়োগ করতে পারবেন।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।