
স্মার্টফোন হাব বলতেই যে দেশের নাম মাথায় আসে সেটা অবশ্যই ড্রাগনের দেশ চিন। কিন্তু তথ্য বলছে, গত কয়েকটা ত্রৈমাসিকে ক্রমাগত বেড়েছে ভারত থেকে স্মার্টফোন রফতানি। আইফোন রফতানিতে তো চিনের প্রায় ঘাড়ের উপরই নিঃশ্বাস ফেলছে আমাদের দেশ। আর সেই সুযোগই এবার নিতে চলেছে ফক্সকন।
চিনের উপর থেকে একেবারে মনোযোগ সরিয়ে ভারতে বিপুল বিনিয়োগের পথে তাইওয়ানের সংস্থা ফক্সকন। তবে, তারা এই পদক্ষেপ শুধু আইফোনের জন্য করছে এমন নয়। এবার থেকে গুগল পিক্সেল ফোনও তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। বিশ্ব জুড়ে এখন চলছে ‘চিন প্লাস ওয়ান’ (China Plus One) স্ট্র্যাটেজি। আর সেই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় সুবিধাভোগী এখন ভারত। এ ছাড়াও তাইওয়ানের এই সংস্থা এখন আর শুধুমাত্র অ্যাপেলের ফোন তৈরির উপর নির্ভরশীল, এমনটা নয়। তারা তাদের ব্যবসার পোর্টফোলিওকে আরও বড় করছে।
সূত্রের খবর, ২০২৪ সালের অগস্ট মাস থেকেই ফক্সকন তাদের তামিলনাড়ুর কারখানায় পুরোনো মডেলের পিক্সেল ফোন তৈরি করা শুরু করে দিয়েছে। আর এখান থেকেই তাদের কৌশল পরিষ্কার। শুধু দেশের বাজারের জন্য নয়, ভারত এখন পরিণত হয়েছে ‘গ্লোবাল এক্সপোর্ট হাব’-এ। এখান থেকে তৈরি হয়ে পিক্সেল ফোন রফতানি হবে ইউরোপ ও আমেরিকাতেও।
ভারতের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিম এক্ষেত্রে বড় অনুঘটক। দেশের সরকার একদিকে যেমন উৎপাদন বাড়াতে চাইছে। তেমনই অন্যদিকে ফক্সকনের ক্লায়েন্টরা চাইছে বিশ্ব বাজারে সাপ্লাই চেন-এর ঝুঁকি কমাতে চাইছে। ফক্সকন ইতিমধ্যেই তামিলনাড়ুতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আর এর ফলে সেখানে তৈরি হবে ১৪ হাজার নতুন কর্মসংস্থান।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বাজারে স্মার্টফোন ছাড়াও ইলেকট্রিক ভেহিকল, এআই সার্ভার ও ডিজিটাল হেলথ ডিভাইসেও ফক্সকন তাদের ক্ষমতা বাড়াচ্ছে। এক কথায়, এই বিনিয়োগ কেবল অর্থের নয়, এটি আসলে ভূ-রাজনৈতিক কৌশলগত পরিবর্তন।