
এমনিতে কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।

প্রথমে একটা তালিকা বানিয়ে নিন কী কী আপনি নিজের আয়কে কোন খাতে খাতে খরচ করতে চান। যেমন, পরিবারের জন্য একটি স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং জরুরি তহবিল করবেন। এই সব খাতে কত টাকা খরচ হচ্ছে তার একটা হিসেব রাখুন। বাকি টাকা থেকে কতটা সঞ্চয় করবেন সেটা চিন্তাভাবনা করে নিন।

প্রতীকী ছবি

জরুরি তহবিলের জন্য একটি আলাদা জায়গায় টাকা জমান। আর বৃদ্ধ বয়সে আয়ের জন্য একটি আলাদা জায়গায় টাকা জমান। এইভাবে টাকা ভাগ করতে থাকলে সঞ্চয়ের ক্ষেত্রে একটি হিসেব রাখতে পারবেন।

আর প্রতি মাসে নিজের খরচ বাঁচাতে ফোন থেকে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি অ্য়াপগুলি প্রথম থেকেই সরিয়ে ফেলতে পারেন। আমরা ক্লান্তিতে হোক বা মনের আরামে বেশিরভাগ সময়ই বাইরে থেকে এই অ্যাপগুলির মাধ্যমে খাবার অর্ডার করে থাকি। সেই সময় আমাদের খরচের কোনও হিসেব থাকে না।

যদিও বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টের জন্য নাগরিকদের উৎসাহ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিজের মাসিক খরচে রাশ টানতে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করাও নিয়ন্ত্রণ করতে হবে কিছুটা।

আর প্রত্যেকদিন নিজেকে ছোটো ছোটো টার্গেট দিন। রাস্তায় বেরিয়ে কত টাকা খরচ করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি খরচে রাশ টানতে পারেন দীর্ঘ মেয়াদে লাভবান হবেন আপনিই।

এছাড়াও বিভিন্ন শপিং সাইটের অফারে প্রলোভনে ভেসে গেলে খরচ হাতের বাইরে বেরিয়ে যেতে পারেন। তবে প্রয়োজনীয় জিনিস অবশ্যই কিনবেন। তবে এই ই-কমার্স সংস্থাগুলি অনেক অফারে জিনিস দিলেই কিনে নেবেন না। পর্যালোচনা করুন আপনার আদৌ সেই জিনিসগুলো ওই মুহূর্তে দরকার কি না। এইভাবে ধীরে ধীরে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে।