Investment in Stock Market: মানে জানলে মানি আসবে, দেখুন তো জানেন কি না!

Aug 15, 2023 | 8:35 AM

Share Market: বিনিয়োগের আগে শেয়ার বাজার সম্পর্কিত কিছু শব্দের অর্থ অবশ্যই জানতে হবে। ঠিক যেমন অঙ্ক শেখার প্রথম ধাপ হিসাবে যোগ, বিয়োগ শিখতে হয় আমাদের, তেমনই।

Investment in Stock Market: মানে জানলে মানি আসবে, দেখুন তো জানেন কি না!

Follow Us

শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? কিন্তু বিনিয়োগের আগে শেয়ার বাজার সম্পর্কিত কিছু শব্দের অর্থ অবশ্যই জানতে হবে। ঠিক যেমন অঙ্ক শেখার প্রথম ধাপ হিসাবে যোগ, বিয়োগের মতো জিনিস শিখতে হয়। ঠিক তেমনই শেয়ার বাজার সম্পর্কে জানতে গেলে এই শব্দগুলোর অর্থ আপনার জানা দরকার।

স্টক (Stock) কী?

কোনও কোম্পানির সমস্ত শেয়ার নিয়ে তৈরি হয় স্টক। স্টকের একটা মাত্র শেয়ার কেনার অর্থ হল কোনও কোম্পানির মোট শেয়ারের মধ্যে একটা শেয়ার কেনা। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, TATA STEEL- একটি স্টক। জুলাই পর্যন্ত এই কোম্পানির মোট শেয়ার রয়েছে ১২,২১৮,৯০১,০৯৯টি।

মার্কেট ক্যাপিটালাইজেশন (Market capitalization)

মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজারি মূলধনকে আমরা সাধারণত মার্কেট ক্যাপ বলে উল্লেখ করে থাকি। বাজারি মূলধন বলতে কোনও কোম্পানির মোট শেয়ারের যত অংশ সর্বজনীন ভাবে লেনদেন করা হয় সেই অংশকে বোঝায়। বাজারি মূলধন সবসময় সাধারণ শেয়ারের মূল্য ও শেয়ার বাজারে ওই কোম্পানির যত শেয়ার লিস্টেড রয়েছে তাদের গুণফলের সমান হয়।

ব্লু চিপ স্টক (Blue Chip Stock)

ব্লু চিপ স্টক এক বিশেষ ধরণের স্টক যার গুণমাণ ও নির্ভরযোগ্যতার জন্য বিশেষ খ্যাতি রয়েছে। বাজারে মন্দার সময়ও এই বিশেষ ধরনের স্টকের স্থিতিশীল ও নির্ভরযোগ্য বৃদ্ধির ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। ব্লু চিপ কোম্পানিগুলো বহুদিন ধরেই বাজারে রয়েছে এবং এরা অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী।

স্প্রেড (Spread)

স্টক মার্কেটে কেউ স্টক বিক্রি করতে চাইলে সে যে দাম লিস্ট করে ও ক্রেতা যে দাম দিতে চায় এই দু’য়ের পার্থক্যকে স্প্রেড বলা হয়। এই দামের পার্থক্য সাধারণ অর্থনীতির চাহিদা ও সরবরাহের (Demand And Supply) নিয়ম মেনে চলে।

ভোলাটিলিটি (Volatility)

ভোলাটিলিটি শব্দের আক্ষরিক অর্থ হল অস্থিরতা। কোনও শেয়ারের দাম কত দ্রুত ওঠে বা পড়ে তাকে বলা হয় ভোলাটিলি। সাধারণ ভাবে বলা যায় কোনও স্টকের ভোলাটিলিটি বেশি হওয়ার অর্থ সেই স্টকে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।

অ্যাসেট অ্যালোকেশন (Asset Allocation)

অ্যাসেট অ্যালোকেশনকে বাংলা করলে দাঁড়ায় বিনিয়োগের জন্য বরাদ্দ অর্থকে নির্দিষ্টভাবে বেশ কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন ধরণের শেয়ারে বিনিয়োগ করা। বিভিন্ন শেয়ারে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে কোনও বিনিয়োগকারী তাঁর পোর্টফোলিও থেকে রিস্ক কমিয়ে একটি স্থিতিশীলতা নিয়ে আসতে পারে। অর্থাৎ বিনিয়োগকারী একাধিক শেয়ারে বিনিয়োগ করে। ফলে, কোনও বিশেষ একটি বা দুটি শেয়ার যদি বিনিয়োগকারীকে লভ্যাংশ দিতে না পারে তাহলে অন্য স্টক গুলো থেকে তা পুষিয়ে যায়।

কমন স্টক (Common Stock)

স্টক মার্কেটে খুব প্রচলিত টার্মগুলোর মধ্যে একটা হল কমন স্টক। কমন স্টক হল এমন ধরণের স্টক যা কোম্পানির মালিকানাকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ, কম স্টকের মালিকরা কোম্পানির বিভিন্ন নীতি নির্ধারণের জন্য ভোট দেওয়ার ক্ষমতা রাখেন বা কোম্পানির উচ্চপদে কে বসবেন তা ঠিক করার ক্ষমতাও তাঁরা রাখেন।

বিড প্রাইস (Bid Price)

কোনও নির্দিষ্ট স্টক কেনার জন্য বিনিয়োগকারী সর্বোচ্চ যে মূল্য দিতে চান সেটাই বিড প্রাইস। বা অন্যভাবে বললে, যিনি স্টক বিক্রি করছেন তিনি যে মূল্য পাবেন সেটাই বিড প্রাইস।

ডিভিডেন্ড ইয়েল্ড (Dividend Yield)

শেয়ার প্রতি লভ্যাংশকে প্রতি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে ডিভিডেন্ড ইয়েল্ড বা ডিভিডেন্ড-মূল্য অনুপাত বলা হয়। সাধারণ ভাবে কোম্পানিগুলো বার্ষিক বা ষাণ্মাসিক হিসাবে ডিভিডেন্ড দেয়। কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের লভ্যাংশ ও কোম্পানির বাজারি মূলধনের অনুপাতের মানও একই হয়। যদি ধরে নেওয়া হয় কোম্পানির শেয়ারের সংখ্যার কোনও পরিবর্তন হয়নি। এটিকে সাধারণত শতাংশ হিসাবে প্রকাশ করা হয়।

পরবর্তী পর্ব পড়তে ক্লিক করুন এখানে।

Next Article
Saffron Price: ২ লক্ষ টাকা কেজি, রুপোর থেকেও দামি কেশর
Amazon India: কাশ্মীরের ডাল লেকে হাউসবোটের দুয়ারে দুয়ারে ‘অ্যামাজন’, খুলল প্রথম ভাসমান দোকান