ঠিক ৮ বছর আগে ২০১৭ সালের মার্চ মাসে ভারতে চালু হয়েছিল সোভেরেইন গোল্ড বন্ড। বিশেষজ্ঞরা বলেন সোনায় বিনিয়োগের সবচেয়ে কার্যকরী উপায় হল এই বন্ড। কারণ এই বন্ডে বিনিয়োগের ফলে, রিডেম্পশনের সময় সোনার তৎকালীন মূল্য পাওয়া যায়। সঙ্গে মেলে বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ।
অবশেষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০১৬-২০১৭ সালের সিরিজ IV সোভেরেইন গোল্ড বন্ড ভাঙানোর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। ২০২৫ সালের ১৭ মার্চ তারিখে ওই বন্ড ভাঙানোর দিনক্ষণ ধার্য করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
বন্ড ভাঙিয়ে কত মিলবে?
১১ মার্চ, ১২ মার্চ ও ১৩ মার্চের সোনার গড় দামের উপর নির্ভর করে এই বন্ড ভাঙিয়ে কত মিলবে তা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাম প্রতি ৮ হাজার ৬৩৪ টাকা ধার্য করেছে আরবিআই। যদিও এখনও পর্যন্ত এই বছরে নয়া কোনও বন্ডের ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।
২০১৬-২০১৭ সালের সিরিজ IV সোভেরেইন গোল্ড বন্ড শুরু করা হয়েছিল ২০১৭ সালের ১৭ মার্চ তারিখে। এই সময় গ্রাম প্রতি ২ হাজার ৯৪৩ টাকা ধার্য করা হয়েছিল। আর বর্তমানে এই বন্ড ভাঙিয়ে মিলবে গ্রাম প্রতি ৮ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা ৮ বছরে প্রায় ১৯৩ শতাংশের কাছাকাছি রিটার্ন পেয়েছেন।
ওই একই দামে একই দিনে যদি কেউ দোকান থেকে সোনা কিনে থাকেন, তাহলে সেই সোনা থেকেও তিনি হয়তো ১৯৩ শতাংশ রিটার্ন পাবেন। কিন্তু সোভেরেইন গোল্ড বন্ডে এই রিটার্নের পাশাপাশি বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সেই সুদকে রিটার্নের সঙ্গে যোগ করলে বোঝা যাবে, সাধারণ দোকানের সোনার চেয়ে কতটা বেশি লাভজনক এই সোভেরেইন গোল্ড বন্ড।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।