
নয়া দিল্লি: একটানা অষ্টমবার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন বক্তব্যের শুরুতেই কৃষকদের কথা বলেন অর্থমন্ত্রী। আর তারপরই অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন হিসেবে উল্লেখ করলেন MSME বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা। আর সেখানেই বাজেটে গুরুত্ব পেয়েছেন তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST)-র মহিলারা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এসসি এবং এসটি-র অন্তর্ভুক্ত মহিলাদের জন্য নতুন স্কিম আনা হয়েছে। দেশের ৫ লক্ষ মহিলা এই এই স্কিমের আওতায় আসবেন বলে ঘোষণা করা হয়েছে। যাঁরা প্রথমবার কোনও উদ্যোগ নেবেন বা কোনও ব্যবসা শুরু করবেন, তাঁদের জন্য এই স্কিম।
কেন্দ্রীয় সরকার এই মহিলাদের আর্থিক সাহায্য করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে। স্বাবলম্বী করে তোলার জন্য পরামর্শও দেবে।
এই প্রকল্পে, এসসি ও এসটি মহিলাদের সহজ শর্তে, কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হবে, যাতে তারা তাদের নিজস্ব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করতে পারেন। এই সরকারি প্রকল্পে ওই মহিলারা ৫ বছরের জন্য ২ কোটি টাকা পর্যন্ত মেয়াদী লোনের সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি প্রকল্পগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন ওই উদ্যোক্তারা। বলা বাহুল্য মহিলাদের অর্থনৈতিক সক্ষমতা দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতিও দেওয়া হচ্ছে এই প্রকল্পে।