State Bank Of India: রোজ মিলবে না এই পরিষেবা জানিয়ে দিল SBI, আতান্তরে পড়বেন কোটি কোটি গ্রাহক!

SBI: এবার নিজেদের কোটি কোটি গ্রাহককে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক। তারা জানিয়ে দিয়েছে এই ব্যাঙ্কের গ্রাহকরা এই একটি পরিষেবা আর সব সময় পাবেন না।

State Bank Of India: রোজ মিলবে না এই পরিষেবা জানিয়ে দিল SBI, আতান্তরে পড়বেন কোটি কোটি গ্রাহক!
Image Credit source: Getty Images

Jun 26, 2025 | 3:34 PM

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য একটা বিশেষ খবর রয়েছে। এবার নিজেদের কোটি কোটি গ্রাহককে সতর্ক করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তারা জানিয়ে দিয়েছে এই ব্যাঙ্কের গ্রাহকরা এই একটি পরিষেবা আর সব সময় পাবেন না।

বিজ্ঞপ্তিটি আসলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং সংক্রান্ত। তারা তাদের গ্রাহকদের একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রতিদিন কিছুক্ষণের জন্য তাদের নেট ব্যাঙ্কিং পরিষেবায় কিছু সমস্যা হতে পারে। এই সমস্যা হওয়ার আসল কারণও তারা জানিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য রোজ ভোরে ৪টে বেজে ৪৫ মিনিট থেকে ৫টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে তাদের নেট ব্যাঙ্কিং পরিষেবা।

এই সময় কোনও গ্রাহক লগইন করলে তারা বিভিন্ন ধরণের অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে, রোজ সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য এই ১ ঘন্টা সময় সিস্টেম রক্ষণাবেক্ষণের পিছনে দেওয়া জরুরি।

এই বিজ্ঞপ্তির পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের নিরাপত্তা আরও জোরদার করতে আরও কতগুলো ব্যবস্থা নিয়েছে। লগইন করার জন্য এবার ওটিপি ভিত্তিক সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে।