IRCTC: নিজের বিয়েতে গোটা ট্রেনটাই বুক করতে চান? কীভাবে করবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2023 | 7:42 PM

IRCTC: আপনি কি জানতেন ট্রেন সফরের জন্য আপনি একটা গোটা কামরা বুক করতে পারেন? IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই করতে পারেন বুকিং।

IRCTC: নিজের বিয়েতে গোটা ট্রেনটাই বুক করতে চান? কীভাবে করবেন জেনে নিন
প্রতীকী ছবি

Follow Us

ভ্রমণের ক্ষেত্রে অনেকেই ট্রেন সফরকে বেছে নেন। গন্তব্যে পৌঁছতে বিমানের থেকে সময় খানিকটা বেশি লাগলেও অনেকে ট্রেনে রাত কাটানোয় রোমাঞ্চ খুঁজে পান। আর ভ্রমণ মানেই একটা বড় গ্রুপ মিলে একসঙ্গে হইচই করে কোথাও যাওয়া। সেই সুযোগ বিমানের থেকে ট্রেনেই বেশি পাওয়া যায়। অনেকজন একসঙ্গে মিলে কোথাও যাওয়ার ক্ষেত্রে কখনও ট্রেনের একটি গোটা কামরা বুক করার প্রয়োজনীয়তা থাকতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, একটি সম্পূর্ণ ট্রেন বা কোনও একটি কোচ বুক করা যেতে পারে?

অবশ্যই কোনও একটি কামরা বা সম্পূর্ণ ট্রেন বুক করতে পারেন যাত্রীরা। কিন্তু কীভাবে সেই বুকিং হয়? গোটা কামরা বুকিংয়ের ক্ষেত্রে কোনও অতিরিক্তি চার্জ দিতে হয়? এই সব প্রশ্নের উত্তর জেনে নিন এই প্রতিবেদন থেকে।

সম্পূর্ণ ট্রেন বা কামরা বুক করার পদ্ধতি:

  • প্রথমেই IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে ক্লিক করুন – www.ftr.irctc.co
  • সম্পূর্ণ কোচটি বুক করতে FTR পরিষেবা (FTR Service) অপশনে ক্লিক করুন
  • সেখানে প্রয়োজনীয় তথ্যগুলি দিন। তারপর পেমেন্ট অপশনে যান।
  • কোন পদ্ধতিতে পেমেন্ট করতে চান তা বেছে নিন।

গোটা ট্রেন বা কামরা বুক করার চার্জ?

  • কোনও একটি কামরা বুক করার ক্ষেত্রে সিকিউরিটি পেমেন্ট হিসেবে ৫০ হাজার টাকা দিতে হয়
  • আর ১৮ কামরার একটি সম্পূর্ণ ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়
  • ৭ দিন পর স্টপেজের জন্য কোচ প্রতি ১০ হাজার টাকা দিতে হয়

এদিকে আপনি চাইলে ১৮ টির বেশি কামরা নিতে পারেন। ২৪ টি পর্যন্ত কামরার সংখ্যা বাড়ানো যায়। একটি গোটা ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে অন্ততপক্ষে ৩০ দিন থেকে ৬ মাস আগে অনলাইনে আবেদন করতে হবে যাত্রীদের। উল্লেখ্য, বর্তমানে অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করে থাকেন। ফলে পরিবার পরিজন নিয়ে সেই বিবাহস্থলে পৌঁছনোর জন্য একটা গোটা ট্রেন বা ট্রেনের কামরা বুক করতে হতেই পারে। এখানে সেই বুকিংয়ের রইল সমাধান।

Next Article