Pan Card Download: PAN Card ডাউনলোড করুন মোবাইলে! এই উপায়ে হবে মুশকিল আসান…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 29, 2022 | 9:00 AM

E-Pan Card: অনেকেই পরিচয় পত্র বা জন্মের প্রমাণপত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু সব সময় তো আর প্যান কার্ড সঙ্গে করে নিয়ে ঘুরে বেরানো সম্ভব হয় না, এর যদি বিকল্প কোনও ব্যবস্থা থাকত তবে অনেকটাই সুবিধা হত।

Pan Card Download: PAN Card ডাউনলোড করুন মোবাইলে! এই উপায়ে হবে মুশকিল আসান...
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: প্যান কার্ড (Pan Card) আমাদের রোজকার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাঙ্ক থেকে শুরু করে কোনও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন তো হয়ই, আয়কর (Income Tax) দেওয়া বা আইটি ফাইল (IT File) বজায় রাখতেও প্যান কার্ড অবশ্যম্ভাবী। অনেকেই পরিচয় পত্র বা জন্মের প্রমাণপত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু সব সময় তো আর প্যান কার্ড সঙ্গে করে নিয়ে ঘুরে বেরানো সম্ভব হয় না, এর যদি বিকল্প কোনও ব্যবস্থা থাকত তবে অনেকটাই সুবিধা হত। অনেকেই জানেন না নির্দিষ্ট উপায় মেনে সহজেই নিজের স্মার্টফোনে ডাউনলোড করা যাবে প্যান কার্ড। প্যান কার্ড যদি কখনও হারিয়েও যায়, তবে ই প্যান ব্যবহার করে সুবিধা মিলতে পারে। ই-প্যান কার্ড পিডিএফ হিসেবে আপনি নিজের মোবাইলে রেখে দিতে পারেন এবং যে কোনও প্রয়োজনে ব্যবহার করতে পারেন। কী ভাবে মোবাইলে ডাউনলোড করবেন প্যান কার্ড? এক নজরে দেখে নিন।

প্যান কার্ড ডাউনলোডের পদ্ধতি

  1. প্রথমেই আপনাকে onlineservices.nsdl.com এই ওয়েবসাইটে চলে যেতে হবে।
  2. এই ওয়েবসাইটে গেলে আপনাকে Acknowledgement Number or PAN- এই দুটি অপশন আসে।
  3. এবার আপনাকে PAN অপশনে ক্লিক করতে হবে।
  4. এবার আপনার ১০ অঙ্কের প্যান নম্বর দিন এবং নিজের বিস্তারিত তথ্য দেখার জন্য তা যাচাই করে নিন।
  5. এবার আধার কার্ড, জন্ম তারিখ, জিএসটি নম্বর এবং ক্যাপচা কোড যথাযথভাবে দিন।
  6. এবার যাবতীয় নির্দেশিকা সূচক বক্সে ক্লিক করুন।
  7. এবার Submit অপশনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে e-PAN- এর পিডিএফ চলে আসবে।
  8. এবার সেখান থেকে e-PAN ডাউনলোড করে নিন। প্রয়োজন হলে প্রিন্ট আউটও করে নিতে পারেন।
Next Article