Stock Market Crash: যেন রক্তস্নান করছে বাজার! কেন হুড়মুড়িয়ে পড়ছে সেনসেক্স, নিফটি?
Indian Share Market Crisis: ক্রমশ অধগামী ভারতের বাজার। ডলারের তুলনায় ক্রমশ দুর্বল হচ্ছে টাকা। বিজেপির দিল্লি জয়ের পর খুচরো বিনিয়োগকারীরা আশা করেছিল ঘুরে দাঁড়াবে বাজার। কিন্তু কোথায় কি! উল্টে আরও রক্তক্ষরণ দেখল দালাল স্ট্রিট।

ফেব্রুয়ারি মাসের ৪ তারিখের পর থেকে এখনও উত্থানের মুখ দেখেনি ভারতের বাজার। ভারতের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের সূচক গত ৫ দিনে পড়েছে ২ শতাংশেরও বেশি। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২.৩০ পর্যন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ৫১৭ পয়েন্ট পড়ে ২৩,২৪০-এ ঠেকেছে। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ১৫৯৮ পয়েন্ট পড়ে ৭৬,২৯৪-এ দাঁড়িয়েছে।
টাটা স্টিল, পাওয়ার গ্রিড কর্পোরেশন, জোম্যাটো, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফাইন্যান্স, টাইট্যান, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, জেএসডব্লিউ স্টিল, ওএনজিসি, কোল ইন্ডিয়া, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম এই কয়েক দিনে পড়েছে হুড়মুড়িয়ে।
কিন্তু এইভাবে কেন পড়ছে শেয়ার বাজার?
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’, ধাতুর সংস্থার শেয়ারে পতন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকেই তা প্রভাবিত করছিল শেয়ার বাজারকে। আর এরই মধ্যে ১০ ফেব্রুয়ারি সোমবার শোনা যায়, আমেরিকায় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করতে পারেন তিনি।
এই খবর সামনে আসার পর নিফটির মেটাল ইনডেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক রকম। ১০ ফেব্রুয়ারি ৪.৪ শতাংশ পড়েছে বেদান্তর শেয়ারের দাম। ৪ শতাংশ পড়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। টাটা স্টিল ও জিন্দাল স্টিলের শেয়ারের দাম পড়েছে যথাক্রমে ৩.২৭ শতাংশ ও ২.৯ শতাংশ।
শুল্কে ট্রাম্পের প্রত্যাঘাত
ইস্পাতের উপর এই শুল্কের খবরের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সব দেশ আমেরিকা থেকে আমদানিকৃত জিনিসের উপর শুল্ক বসায় তিনি সেই সব দেশ থেকে আমদানিকৃত জিনিসের উপরও শুল্ক বসাবেন।
সূত্রের খবর, ১১ বা ১২ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি ঘোষণা তিনি করতে পারেন। উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে চিন আমেরিকান পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক বসানোর পর পরই এই ঘোষণা করেন ট্রাম্প।
সেক্টোরিয়াল স্টক বিক্রি
বিনিয়োগকারীরা এরই মধ্যে হুড়মুড়িয়ে একাধিক সেক্টোরিয়াল স্টক বিক্রি করে দিয়েছে। একটি ছাড়া সমস্ত সেক্টোরিয়াল ইনডেক্সই পড়েছে এই কারণে। নিফটি FMCG ইনডেক্স একমাত্র ০.৫ শতাংশ উঠেছে।
নিফটির একাধিক সূচক পড়েছে হুড়মুড়িয়ে। মেটাল ইনডেক্স পড়েছে ৩ শতাংশ, রিয়েলিটি ইনডেক্স পড়েছে ২.৪৭ শতাংশ, মিডিয়া ইনডেক্স পড়েছে ২ শতাংশ। এ ছাড়াও পড়েছে নিফটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও নিফটি ব্যাঙ্ক ইনডেক্স।
বন্ড থেকে আয় বৃদ্ধি, আরবিআইয়ের নীতি
৭ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর পর বন্ড থেকে আয় বেড়েছে। আর সোমবার, ১১ ফেব্রুয়ারি ভারত সরকারের ১০ বছরের বন্ড থেকে আয় ২ শতাংশ বেড়ে হয়েছে ৬.৮৩ শতাংশ। আর বন্ড যা ইক্যুইটির তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে সেখান থেকে আয় বাড়ার ফলে বিনিয়োগকারীরা ইক্যুইটির থেকে মুখ ফিরিয়েছেন বলেন মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজার থেকে মুখ ফেরাচ্ছে বিদেশী বিনিয়োগকারীরা, বাড়ছে ডলারের দাম
এরই মধ্যে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান যারা ভারতে বিনিয়োগ করেছে তারাও ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অক্টোবর থেকে ক্রমাগত তাদের হাতে থাকে শেয়ার বিক্রি করে দিচ্ছে তারা। ফেব্রুয়ারির ১ থেকে ৭ তারিখের মধ্যেই শুধুমাত্র ১০ হাজার ১৭৯ কোটি টাকার বিনিয়োগ বিক্রি করে দিয়েছে তারা।
আর এরই মধ্যে ডলারের তুলনায় ক্রমশ দুর্বল হচ্ছে টাকা। যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার নিয়ে আশা হারাচ্ছেন। ১০ ফেব্রুয়ারি দিন শেষে ডলারের দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৯২ পয়সা।
শনিবার, ৮ ফেব্রুয়ারি আম আদমি পার্টিকে হারিয়ে রাজধানী দিল্লির মসনদ দখল করেছে বিজেপি। তারপরই খুচরো বিনিয়োগকারীরা আশা করেছিল সেই জয়ের প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে, ঘুরে দাঁড়াবে বাজার। যদিও হল এর উল্টো, আরও রক্তক্ষরণ দেখল দালাল স্ট্রিট।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





