
রাশিয়া ও চিনের নিকটতম রাষ্ট্র এবার দ্বারস্থ নয়া দিল্লির। এর আগে প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত সাহায্য চেয়ে ভারতের দ্বারস্থ হয়েছিলও আর্মেনিয়া। আর এবার একই পথে হাঁটল কাজাখস্তান। ৩০টি সুখোই ৩০-এর আধুনিকীকরণের জন্য ভারতের সাহায্য চেয়েছে একদা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটি।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে ২৫৯টি সুখোই ৩০ এমকেআই রয়েছে। আর সেই সুখোইগুলোকে সুপার সুখোইতে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই কারণেই রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ‘সুপার সুখোই’ কর্মসূচি শুরু করেছে ভারত। আর এবার কাজাখস্তান সেই কর্মসূচিরই অংশ হতে চেয়েছে।
কাজাখস্তানের এসইউ ৩০ এসএম ও ভারতীয় বায়ু সেনার এসইউ ৩০ এমকেআই-এর মধ্যে প্রযুক্তিগত ও ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে প্রায় ৮৫ শতাংশ মিল রয়েছে। আর সেই কারণেই ভারতের দ্বারস্থ হয়েছে রাশিয়ার প্রতিবেশী এই দেশ। ‘সুপার সুখোই’ কর্মসূচির অধীনে নয়া ‘স্টেলথ’ প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। ফলে, আপগ্রেডেড এই সুখোই শত্রুপক্ষের রেডারের নজরদারি এড়াতে পারে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার ২৪টি ফাইটার স্ক্যোয়াড্রেনের মধ্যে ১২টি স্ক্যোয়াড্রেন সুখোই ৩০ এমকেআই ব্যবহার করে।