AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment: ভারতের স্টার্ট আপ ব্যবসায়ে হঠাৎ গতি, বিনিয়োগ বাড়ল ৩০০ শতাংশ

Investment: এডটেকের স্টার্ট আপ এরুডাইটাস এই সপ্তাহে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ তুলেছে। এরুডাইটাসে বিনিয়োগের এই রাউন্ডে মূল বিনিয়োগকারী ছিল 'টিপিজির দ্য রাইজ ফান্ড'।

Investment: ভারতের স্টার্ট আপ ব্যবসায়ে হঠাৎ গতি, বিনিয়োগ বাড়ল ৩০০ শতাংশ
Image Credit: Designer
| Updated on: Oct 20, 2024 | 6:03 PM
Share

নতুন করে আশার আলো দেখছে ভারতের স্টার্ট আপ সংস্থাগুলি। ফিরে এল ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের গতি। এই সপ্তাহে ৩৯টি স্টার্ট আপ সংস্থা ২৯টি চুক্তির মাধ্যমে প্রায় ৪৪৯ মিলিয়ন ডলার ফান্ড উত্থাপন করেছে। যা গত সপ্তাহের উত্থাপন করা ১৩৫ মিলিয়ন ডলারের থেকে প্রায় ৩০০ শতাংশ বেশি।

এই সপ্তাহে মোট ১২টি গ্রোথ এবং ১৬টি প্রাথমিক পর্যায়ের ডিল হয়েছে। এই সপ্তাহে মোট ২৬.৫ মিলিয়ন ডলার ফান্ডিং দেখা গিয়েছে যা গত সপ্তাহেও ছিল ১৭.৮ মিলিয়ন ডলার। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোট ৪৮.৮ শতাংশ ফান্ডিং বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি স্টার্টআপ ইকোসিস্টেমে বিনিয়োগের বৃদ্ধি পাওয়ার লক্ষণ।

এডটেকের স্টার্ট আপ এরুডাইটাস এই সপ্তাহে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ তুলেছে। এরুডাইটাসে বিনিয়োগের এই রাউন্ডে মূল বিনিয়োগকারী ছিল ‘টিপিজির দ্য রাইজ ফান্ড’। সঙ্গে ছিল বর্তমান বিনিয়োগকারীরাও অর্থাৎ সফটব্যাঙ্ক ভিশন ফান্ড ২, লিডস ইলুমিনেট, এসিসিইএল, সিপিপি ইনভেস্টমেন্টস এবং চ্যান জুকারবার্গ।

এরুডাইটাসের ও ইমেরিটাস সিইও অশ্বিন দামেরা এই বিষয়ে বলেন, “এই বিনিয়োগের মাধ্যমে, আমরা ক্রমাগত বৃদ্ধি এবং উদ্ভাবনের মাধ্যমে বাজারের চাহিদা মেটাতে আরও বেশি করে উদ্যোগী।”

ওমনিচ্যানেল বিউটি প্ল্যাটফর্ম পার্পেল-এর শেষ রাউন্ডের ফান্ডিং-এ ৫০০ কোটি টাকা বিনিয়োগ ছিনিয়ে আনতে পেরেছিল। যা এই রাউন্ডে তারা বাড়িয়ে ১৫০০ কোটি টাকার বিনিয়োগ ঘরে তুলতে পেরেছে এই সপ্তাহে। এই রাউন্ডে মূল বিনিয়োগকারী ছিল আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ)। সঙ্গে ছিল বর্তমান বিনিইয়োগকারীরাও যেমন প্রেমজি ইনভেস্ট এবং ব্লুম ভেনচারস।

গিভা জুয়েলারি তাদের এক্সটেন্ডেড সিরিজ বি রাউন্ডে ২৫৫ কোটি টাকার বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে শেষ করেছে। যা পূর্বের কল্পিত ভ্যালুয়েশনের চেয়েও বেশি। এই রাউন্ডে বিনিয়োগ করেছে প্রেমজি ইনভেস্ট, ইপিআইকিউ ক্যাপিটাল, এডেলউইস ডিসকভার ফান্ড এবং গিভার শীর্ষ কর্তারা।

‘সফটওয়্যার অ্যাস এ সার্ভিস’ বা ‘স্যাস’ স্টার্টআপটি আটটি বিনিয়োগকারীদের নিয়ে এই রাউন্ডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ আদায় করে এনেছে। এই রাউন্ডে ছিল এলিভিশন ক্যাপিটাল এবং থ্রি ওয়ান ফোর ক্যাপিটালের মতো সংস্থা।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় ফিনটেক স্টার্টআপ ইকোসিস্টেম মোট ৭৭৮ মিলিয়ন ডলার তহবিল সুরক্ষিত করেছে। গোটা বিশ্বের মধ্যে থার্ড কোয়াটারে ফিনটেক তহবিলে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন মুলুকের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

স্যাস ভিত্তিক একটি মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘ট্র্যাক্সন’-এর রিপোর্ট অনুসারে, গত বছরে তৃতীয় কোয়াটারে ৪৭১ মিলিয়ন ডলারের তুলনায় এই বছর তৃতীয় কোয়াটারে ৬৬ শতাংশ বেশি বিনিয়োগ হয়েছে। আবার এই বছর দ্বিতীয় কোয়াটারে বিনিয়োগের পরিমাণ ছিল ২৯৩ মিলিয়ন ডলার, এই কোয়াটারে তা প্রায় ১৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।