সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একজন সুইগির ডেলিভারি ব্যাগ পিঠে নিয়ে ঘোড়ায় চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন। প্রবল বৃষ্টিতে যখন মুম্বই ভেসে যাচ্ছে, তখন নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখতেই বাইক ছেড়ে ঘোড়ায় চড়েন সেই ‘ডেলিভারি বয়’। তবে ভিডিয়োটি ভাইরাল হলেও ঘোড়ার পিঠে চাপা সেই যুবকের পরিচয় জানা যায়নি। তবে সেই ডেলিভারি বয়ের পরিচয় জানতে আগ্রহী প্রায় সবাই। এই আবহে সুইগির তরফে এক ঘোষণা করে জানানো হল, কেউ যদি ঘোড়ার পিঠে চড়া সেই ডেলিভারি বয়ের খোঁজ দিতে পারেন তাহলে সেই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
বর্ষায় প্রতিবছরের মতো এবারও জলমগ্ন মুম্বইয়ের একাংশ। তবে এরই মাঝে মানুষজনকে কাজে যেতে হচ্ছে। এদিকে খাদ্য রসিকদের খিদেও থেমে থাকছে না বৃষ্টির জন্য। এই আবহে বিভিন্ন ডেলিভারি অ্যাপের কর্মীদের মাথায় হাত পড়েছে। মুম্বইয়ের বৃষ্টিতে কোনও কোনও রাস্তা এতটাই জলের তলায় চলে যায় যে বাইক চালানো সেখানে দুঃসাধ্য হয়ে যায়। এই আবহে ঘোড়ার পিঠে চড়েই এক জনৈক ডেলিভারি বয় নিজের দায়িত্ব পালন করতে রাস্তায় নামেন। ঘোড়ার পিঠে সুইগির ডেলিভারি ব্যাগ নিয়ে সেই যুবকের ভিডিয়ো তেলন এক ব্যক্তি। সেই ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
‘জাস্ট আ ভাইব’ নামক একটি ইউটিউব চ্যানেলে ঘোড়ার পিঠে সুইগি ডেলিভারি বয়ের সেই ভিডিয়ো আপলোড করা হয়। ৬ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যায়, বৃষ্টির মধ্যে একটি রাস্তা পার করছে ঘোড়াটি। ঘোড়ার পিঠে সুইগির ব্যাগ নিয়ে বসে এক ব্যক্তি। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ঘোড়ার পিছন থেকে তোলা। তাই ঘোড়ার পিঠে চেপে থাকা যুবকের মুখ দেখা যাচ্ছে না। এই আবহে সুইগি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে খাদ্য রসিক এবং নেটিজেনদের প্রতি একটি বার্তা দেয়। বার্তায় ঘোড়ায় চাপা ডেলিভারি বয়কে তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ বলে আখ্যা দেয় সুইগি। পোস্টে আরও বলা হয়, ঘোড়ায় চাপা ব্যক্তিকে নিয়ে যে প্রথম কোনও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন, তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।