চাকরি পাবে ১০-১২ লাখ যুবক-যুবতী, শ্রম মন্ত্রকের সঙ্গে বড় চুক্তি Swiggy-র

Job Vacancy: বর্তমানে সুইগি ৫০০টিরও বেশি শহরে পরিষেবা দেয়। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সুইগি। প্রায় ৫ কোটি চাকরি রয়েছে এই প্ল্যাটফর্মে। এবার শ্রম মন্ত্রকের সঙ্গে চুক্তিতে আরও কর্মসংস্থানের সুযোগ হবে।

চাকরি পাবে ১০-১২ লাখ যুবক-যুবতী, শ্রম মন্ত্রকের সঙ্গে বড় চুক্তি Swiggy-র
Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

|

Apr 16, 2025 | 12:19 PM

নয়া দিল্লি: দেশে কর্মসংস্থানে আসবে বড় জোয়ার। দেশের অন্যতম বড় খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগির সঙ্গে মউ স্বাক্ষর করল শ্রম মন্ত্রক। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে এই উদ্যোগে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে।

বর্তমানে সুইগি ৫০০টিরও বেশি শহরে পরিষেবা দেয়। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সুইগি। প্রায় ৫ কোটি চাকরি রয়েছে এই প্ল্যাটফর্মে। এবার শ্রম মন্ত্রকের সঙ্গে চুক্তিতে আরও কর্মসংস্থানের সুযোগ হবে।

উল্লেখ্য, কর্মসংস্থানের বাজারে ডিমান্ড ও সাপ্লাইয়ের ঘাটতি পূরণে একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করছে সরকার।

সুইগির সঙ্গে চুক্তি নিয়ে কেন্দ্রীয় শ্রম ও পরিবেশ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, “ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল কর্মসংস্থানের নতুন আঙিনা হয়ে উঠছে। শ্রম পোর্টালের ৩১ কোটি মানুষের তথ্য রয়েছে এখানে। এই ইন্টিগ্রেশন একদিকে যেমন চাকরিপ্রার্থীদের সাহায্য করবে, তেমনই আবার এনসিএস পোর্টালের মাধ্যমে সংস্থাগুলিকেও যোগ্য প্রার্থী বাছাই করতে সাহায্য করবে।”

তিনি জানান, আগামী দুই থেকে তিন বছরে সুইগি ১০ থেকে ১২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। আরও একাধিক সংস্থা মউ স্বাক্ষর করার অপেক্ষায়।

সুইগির অপারেশন ইন চার্জ সালভ শ্রীবাস্তব বলেন, “বিগত এক দশক ধরে সুইগি লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এনসিএস কর্মী নিয়োগের আরও সুযোগ করে দেবে এবং দেশজুড়ে কর্মসংস্থানের নতুন জোয়ার আনবে।”